বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া দিনই পুলিশ হাসপাতালকে করোনা হাসপাতালে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জী (mamata banerjee)। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এবার ভবানীপুর কলকাতা পুলিশ হাসপাতাল (Police Hospital) বদলে হল করোনা চিকিৎসাকেন্দ্র। শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
রাজ্যের পুলিশ কর্মী, হোম গার্ড ও তাঁদের পরিবারের সদস্যরাই শুধু নন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে সাধারণ মানুষও চিকিৎসা করাতে পারবেন এই হাসপাতালে- এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘সংকটকালে প্রয়োজনে এখানে সাধারণ মানুষেরও চিকিৎসা হোক। শুধু শুধু বেড আটকে রেখে কোন লাভ নেই’।
কলকাতা পুলিশের এই ভবানিপুরের হাসপাতালে আধুনিক ব্যবস্থাপনা-সহ রয়েছে ৩০০টি শয্যাও। সেইসঙ্গে হাসপাতালে রয়েছে বন্ধন ব্যাংকও। ভার্চুয়াল মাধ্যমে নবান্ন সভাঘর থেকে সোমবার বিকেলে এই হাসপাতালের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পরবর্তীতে ধন্যবাদ জানালেন কলকাতা পুলিশকেও।
এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ধন্যবাদ জ্ঞাপন করে তিনি জানান, ‘শপথ গ্রহণের পর গত ৫ ই মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই হাসপাতালে এসেছিলেন। তখনই তিনি এই হাসপাতালকে করোনা চিকিৎসা কেন্দ্র পরিণত করার কথা বলেন। পরবর্তীতে তাঁর নির্দেশেই সমস্ত ব্যবস্থা করে এই হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তিরত করা হয়েছে’।
তিনি আরও জানান, মমতা ব্যানার্জীর আমলেই ১০০ বছরের পুরনো এই হাসপাতালের আধুনিকীকরণ করা হয়েছিল। পূর্বেই চালু করা হয়েছিল ট্রমা কেয়ার সেন্টার। আর এবার আইসিইউ, এইচডিইউয়ের সুবিধাযুক্ত করোনা হাসপাতালে রূপান্তরিত করা হল।