করোনা যুদ্ধে নেমে পড়লো BCCI, দিল ২০০০ টি অক্সিজেন কনসেনট্রেটর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশ জুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে সবরকম ব্যবস্থা নিয়েছে দেশের সরকার। তার সত্বেও আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। এরই মধ্যে নতুন করে শুরু হয়েছে অক্সিজেনের সংকট। ইতিমধ্যেই অক্সিজেন সংকটে সরকারের পাশে দাঁড়িয়েছে অনেকেই। এবার করোনা যুদ্ধে নেমে পরল সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

করোনা যুদ্ধে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে 10 লিটারের 2000 টি অক্সিজেন কনসেনট্রেটর দিল বিসিসিআই। এছাড়াও বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফ থেকে দেশের করোনা আক্রান্ত মানুষদের জন্য বিভিন্ন ঔষধেরও ব্যবস্থা করা হয়েছে।

এই বিষয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছেন, ” দেশজুড়ে এই কঠিন পরিস্থিতিতে একেবারে সামনে থেকে লড়াই করছেন দেশের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে করোনা সংক্রমণ অনেকটা কমানো গেলেও এখনো পর্যন্ত করোনার বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যায়নি। সেই কারণে দেশের ক্রিকেট বোর্ড হিসেবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। আশাকরি আমাদের এই ক্ষুদ্র সাহায্য দেশের ভালোর কাজেই লাগবে।”

X