বাংলাহান্ট ডেস্কঃ শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, বর্তমান সময়ে দিঘা (Digha) থেকে ৪৫০ কিলোমিটার এবং ওড়িশার বালাশোর থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় ইয়াস। প্রবল গতিতে এগিয়ে এসে বুধবার ভোরেই ঘন্টায় ১৫০ কিমি বেগে আছড়ে পড়বে দিঘা-বালাশোরের মধ্যে।
হাওয়া অফিস আগেই জানিয়েছে, কলকাতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব খুব একটা না পড়লেও, পূর্ব মেদিনীপুর জেলায় তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুরের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে, সন্ধ্যের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দিঘা উপকূলের দিকে এগিয়ে যাবে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।
ইতিমধ্যেই মঙ্গলবার সকাল থেকে দিঘায় ইয়াসের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। তবে জানা গিয়েছে, ইয়াসের তাণ্ডবলীলার সময় আরও উত্তাল হয়ে উঠবে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা ২-৪ মিটার ছাড়িয়ে ৫ মিটার পর্যন্তও চলে যেতে পারে। এই পূর্ণিমার ভরা কোটাল সঙ্গী হওয়ায়, সমুদ্রের ঢেউয়ের দানবাকৃতি রূপের প্রকাশ ঘটছে।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার। ইতিমধ্যেই বিপদ সংকুল এলাকার মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রস্তুত রয়েছে বিভিন্ন বিপর্যয় মোকাবিলার বাহিনীও। বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে এলাকাবাসীকে। বিপর্যয় পরবর্তীতে পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে জরুরী বিভাগের আধিকারিকরাও। এমনকি দুর্যোগের সময় রাত জেগে উপান্নে তৈরি হওয়া বিশেষ কন্ট্রোলরুম থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।