বাংলাহান্ট ডেস্কঃ ল্যান্ডফলের আগেই নিজের রূপ দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, দুপুরের দিকে ওড়িশায় প্রবেশ করার পূর্বাভাস থাকলেও, তাঁর আগেই সকাল থেকেই ভদ্রক জেলার ধামড়ায় শুরু হয়েছে তাণ্ডবনৃত্য। সমুদ্রের জলচ্ছাস সীমানা পেরিয়ে এলাকায় ঢুকে পড়ছে। বেশকিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।
#WATCH | Odisha: Strong winds and heavy rain hit Dhamra in Bhadrak district as #CycloneYaas nears landfall.
IMD says that the 'very severe cyclonic storm' is expected to make landfall by noon today with wind speed of 130-140 kmph gusting up to 155 kmph. pic.twitter.com/fveRV5Xfqb
— ANI (@ANI) May 26, 2021
হাওয়া দফতর গতকালই জানিয়েছে, পশ্চিমবঙ্গের দিক থেকে কিছুটা মুখ ফিরিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের ল্যান্ডফল মূলত হতে চলেছে ওড়িশার পারাদ্বীপ এলাকায়। আমফানের মত পরিস্থিতি তৈরি না হলেও, কলকাতায় ঘণ্টায় ৭০-৭৫ কিমি বেগে ঝোড় হাওয়ার সঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বাংলার মধ্যে সবথেকে বেশি প্রভাবিত হতে পারে পূর্ব মেদিনীপুরে। যার ফলে ইতিমধ্যেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। জলের তোড় রেলিং উপছে রাস্তায় চলে আসছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড়ের প্রধান গন্তব্যস্থল ওড়িশার ভদ্রক জেলার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগ, যেখান থেকে আর মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস।
ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে দ্রুত ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। আর কিছুক্ষণের মধ্যেই সকাল ১০ থেকে ১১টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে। অন্যদিকে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিভিন্ন বাহিনীও।
আজকের আবহাওয়া
বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টিপাত এবং রাতের দিকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মত অবস্থা এবং সেইসাথে শক্তিশালী বাতাস ও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের আগমনের প্রভাবে বাংলার তাপমাত্রা বেশ খানিকটা কমেও গিয়েছে।