কেটে গিয়েছে বিপর্যয়, রোদ উঠছে কলকাতায়, শহরের সমস্ত উড়ালপুল খুলে দিল প্রশাসন

বাংলাহান্ট ডেস্কঃ কেটে গিয়েছে আশঙ্কা। রোদ উঠছে মহানগরীর (Kolkata) আকাশে। এরপরই শহরের সবকটি উড়ালপুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকতা পুলিশ। এখন থেকে যান চলাচলে আর কোনও বাধা আসবে না।

ইয়াসের (Yaas Cyclone) মোকাবিলায় আগেভাগেই বড়সড় পদক্ষেপ নিয়েছিল প্রশাসন। মঙ্গলবার গোটা রাত উপান্নে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। ওনার সঙ্গে সঙ্গে লালবাজারের কর্তারাও সারারাত নিদ্রাহীন ভাবেই কাটিয়েছেন। ইয়াসের আশঙ্কায় কলকাতার মা ফ্লাইওভার, এজেসি ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার সহ সমস্ত উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়। ঝড়ের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে।

আরেকদিকে বুধবার নির্ধারিত সময়ের আগেউ ওড়িশার উপকূলে আছড়ে পড়ে ইয়াস। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া আর হালকা-বেশি বৃষ্টিপাত চলে।

Koushik Dutta

সম্পর্কিত খবর