বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (salman khan) সাম্প্রতিক ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ (radhe) এর রিভিউ দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন কামাল রশিদ খান ওরফে কেআরকে (krk)। এবার সেই রিভিউয়ের জন্যই বড় বিপদে ফাঁসলেন তিনি। তাঁর রাধে রিভিউয়ের জন্য মানহানির মামলা দায়ের করলেন সলমন।
এই প্রসঙ্গে সোমবার কেআরকে কে একটি নোটিস পাঠিয়েছে সলমনের আইনি টিম। এই খবরের সত্যতা স্বীকার করে টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘রাধের রিভিউ করার জন্য সলমন খান আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’ তিনি আরো লেখেন, কোনো অভিনেতা বা প্রযোজক তাঁকে যদি বারণ করেন তবে তিনি তাদের ছবির রিভিউ করেন না।
সলমন তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মানে তাঁর রিভিউ অত্যন্ত প্রভাবিত করেছে তাঁকে। কেআরকে আরো বলেন, এরপর থেকে সলমনের কোনো ছবির রিভিউ দেবেন না তিনি। তবে বলিউডের ভাইজানকে তোপ দাগতেও ছাড়েননি কেআরকে।
https://twitter.com/kamaalrkhan/status/1397343649277435907?s=19
সলমনকে তীব্র আক্রমণ করে তিনি লেখেন, ‘এই মানহানির মামলা আপনার হতাশা ও নিরাশার প্রমাণ সলমন খান। আমি আমার অনুগামীদের জন্য রিভিউ দিচ্ছি, আমার কাজটা আমি করছি। আমাকে রিভিউ করার থেকে বাধা না দিয়ে নিজের ছবির মান উন্নত করুন। আমি সত্যের জন্য সবসময় লড়াই করব। মামলা করার জন্য ধন্যবাদ।’
https://twitter.com/kamaalrkhan/status/1397396208725880832?s=19
এমনকি সলমনকে মামলা তুলে নেওয়ার জন্য অভিনেতার বাবা সেলিম খানকেও অনুরোধ করেছেন কেআরকে। তাঁর বক্তব্য, তিনি সলমনের ছবির আর রিভিউ করবেন না। তাই এই মামলারও আর দরকার নেই। এমনকি তাঁর রিভিউ ভিডিও গুলিও মুছে ফেলবেন বলে জানিয়েছেন তিনি।