বাংলা হান্ট ডেস্কঃ দলের অন্দরে সমস্যা, দলের অন্দরেই জমেছে ক্ষোভ, যার ফলে কার্যত চাকরি হারাতে চলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। দলের সাপোর্টিং স্টাফ, ক্রিকেটার সহ মোট 40 জন সদস্য জাস্টিন ল্যাঙ্গার এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। যার ফলে চরম বিপাকে জাস্টিন ল্যাঙ্গার।
ল্যাঙ্গারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি নিজের চাকরি বাঁচাতে চাও তাহলে যত দ্রুত সম্ভব কোচিং দর্শন পাল্টাও।
বছরের শুরুতেই ঘরের মাঠে ভারতের কাছে লজ্জাজনক ভাবে হারতে হয় অস্ট্রেলিয়াকে। কার্যত ভারতের জুনিয়ার ক্রিকেটাররাই অস্ট্রেলিয়াকে নাজেহাল করে দেয়। তারপরই অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং মনোভাব নিয়ে প্রশ্ন তুলে দেন দলের ক্রিকেটারদের একাংশ।
দলের পরামর্শদাতা নেতৃত্বে থাকা টিম ফোর্ড জানিয়েছেন, সারাবছর অর্থাৎ বছরের বাকি যে সময়টুকু রয়েছে সেই সময় অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স কেমন থাকে তার ওপর ভিত্তি করেই জাস্টিন ল্যাঙ্গার এর ভবিষ্যৎ নির্ধারণ করা হবে অর্থাৎ এই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে ল্যাঙ্গারের ভাগ্য নির্ধারিত হবে।