রাজ্য সরকারের বিরুদ্ধে করোনার পরিসংখ্যান লুকানোর অভিযোগ করা বিজেপির সাংসদের উপর হামলা

বাংলা হাট ডেস্কঃ দেশে করোনায় সঠিক সংক্রমিতের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউ ইয়র্ক টাইমসের মত একাধিক সংবাদ সংস্থার দাবি, ভারত সরকার মৃত্যুর সংখ্যা ৩ লক্ষের কিছু বেশি বললেও আসলে এই সংখ্যা হতে পারে ৪২ লক্ষেরও বেশি। যদিও এই পরিসংখ্যানে বড়োসড়ো গলদ আছে বলেই দাবি করেছে বিজেপি। কিন্তু ফের একবার করোনা সংক্রামিতের সঠিক সংখ্যা নিয়ে শোরগোল উঠলো রাজস্থানে। আর তারই জেরে দুষ্কৃতী হামলার মুখে পড়লেন বিজেপি সাংসদ রঞ্জিতা কোলি, অন্তত এমনটাই অনুমান বিজেপির।

গতকাল রাতে প্রায় সাড়ে এগারোটার সময় দর্শিনী গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে ফিরছিলেন এলাকার সাংসদ রঞ্জিতা। ঠিক সে সময় ৫-৬ জন দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে ইট পাথর বর্ষণ শুরু করে। ঘটনায় যথেষ্ট আশঙ্কার মুখে পড়েন সাংসাদ। এমনকি ঘটনার জেরে তিনি অজ্ঞান হয়ে যান বলেও খবর। সেই মুহূর্তে গাড়িতে থাকা অন্যান্য সদস্যরা জানাচ্ছে, পুলিশকে ফোন করা হলেও প্রায় ৪৫ মিনিট পরে এসে পৌঁছান তারা। সাংসদ রঞ্জিতা বলেন, “স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে রাত সাড়ে এগারোটা নাগাদ ফেরার সময় ৫-৬ জন দুষ্কৃতী আমাদের গাড়ি লক্ষ্য করে হামলা শুরু করে। শুরু থেকেই ইট-পাথর বর্ষণ করছিল তারা।”

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কয়েক দিন আগে থেকেই করোনায় মৃত্যুর সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না রাজ্য সরকার এমন দাবি তুলেছিলেন তিনি। শুধু তাই নয় ভরতপুর এলাকায় চাহিদার চেয়ে অনেক কম পরীক্ষা হচ্ছে বলেও দাবি করেন রঞ্জিতা। এ নিয়ে মুখ্যমন্ত্রী অশোক গাহলতকে পত্র লিখে তিনি জানান, তার এলাকায় যেন ৫০০০ করোনা পরীক্ষা করা হয়। অনেকের মতে এই কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। যদিও এ বিষয়ে কোনও সঠিক প্রমাণ এখনো সামনে আসেনি।

Abhirup Das

সম্পর্কিত খবর