বাংলা হান্ট ডেস্কঃ বুধবার শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস (Yaas Cyclone) ওড়িশার (Odisha) উপকূলে আছড়ে পড়েছিল। ইয়াস ওড়িশার বালাসোর হয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যায়। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এবারও ওড়িশার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিবছরই ওড়িশার উপকূলে আছড়ে পড়ে একের পর এক ঝড়। আর প্রতিবারই ঝড়ের আগে এবং পড়ে ওড়িশা সরকার উপকূলবর্তী এলাকার মানুষ সরিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে উদ্ধার এবং তাঁদের পুনর্বাসনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়।
দুর্যোগ মোকাবিলায় ওড়িশা সরকারের পদক্ষেপ শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই প্রশংসিত। এমনকি বিপর্যয় আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছে ওড়িশার নবীন পট্টনায়ক (Naveen Patnaik) সরকার। এবার ইয়াসের ফলে হওয়া ক্ষতির পর্যবেক্ষণ করতে আজই ওড়িশায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ওনাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর সরকারি আমলা এবং রাজ্যের মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নবীনবাবু। সেখানে তিনি ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আর ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা জানান।
As the country is at the peak of #COVID19 pandemic, we have not sought any immediate financial assistance to burden the Central Govt and would like to manage it through our own resources to tide over the crisis. #OdishaFightsYaas pic.twitter.com/1ScXEBp6LF
— Naveen Patnaik (@Naveen_Odisha) May 28, 2021
কিন্তু অবাক করা বিষয় হল, প্রধানমন্ত্রীকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরেও রাজ্যের ক্ষতিপূরণের জন্য এক টাকাও চাননি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ক্ষতিপূরণ চাওয়ার পরিবর্তে নবীনবাবু ওড়িশায় এসে বিধ্বস্ত এলাকাগুলো ঘুরে দেখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। নবীনবাবু বলেছেন, গোটা দেশে বেড়ে চলা করোনা মহামারীর কারণে কেন্দ্র সরকারের মাথায় এমনিতেই অনেক বোঝা রয়েছে, তাই ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের তিনি এখন আর কোনও বোঝা চাপাতে চাননা কেন্দ্রে উপর।