বাংলাহান্ট ডেস্কঃ পরিবর্তিত কেন্দ্রীয় নীতির ফলে, চলতি অর্থবর্ষে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (FDI) নতুন রেকর্ড গড়ল ভারত (india)। ১০ শতাংশ FDI বৃদ্ধি পেল গতবছরের তুলনায়। আর হিসেবের নিরিখে দেশের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করল গুজরাট (gujarat)।
গুজরাট প্রথম স্থান অধিকার করলেও, পিছিয়ে নেই দেশের অন্যান্য রাজ্যগুলোও। করোনা মহামারিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে আহ্বান করা হয়েছে। ১০০ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে সিঙ্গল ব্র্যান্ডের ক্ষেত্রে। অন্যদিকে ৭৪ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতের বিদেশি বিনিয়োগে। যার ফলে ভারতের বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা, এমনটাই জানা যাচ্ছে।
২০২০-২১ অর্থবর্ষে দেশের FDI-এর ৩৭ শতাংশ গুজরাট থেকে আসার কারণে, এই তালিকায় প্রথমে রয়েছে গুজরাট। যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ৫৩ কোটি। ২৭ শতাংশ বিদেশি বিনিয়োগ আসার ফলে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৫৩ হাজার ৩৬১ কোটি টাকা এবং ৭৮ হাজার ১৬০ কোটি টাকা অর্থাৎ ১৩ শতাংশ এসেছে কর্ণাটক থেকে।
অন্যদিকে এই তালিকায় নবম স্থানে রয়েছে বাংলার নাম। চলতি অর্থবর্ষে ৪ হাজার ৩০৯ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে বাংলা থেকে, যা প্রায় ১ শতাংশ। তবে প্রথম থেকেই এই তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছে গুজরাট।