সাগরে দানা বাঁধছে আরও এক ঘূর্ণাবর্ত, গতিপ্রকৃতি জানা যাবে খুব শীঘ্রইঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসে লণ্ডভণ্ড হয়ে বাংলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস থাকলেও, বাংলার কান ঘেষে বেরিয়ে গিয়ে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে ওড়িশায় আছড়ে পড়ে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। কিন্তু ইয়াসের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও সাগরে অবস্থিত এক ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা।

ইয়াস যেতে না যেতেই মুড চেঞ্জ হয় বাংলার আবহাওয়ার, আবারও চড়ছে উষ্ণতার পারদ। বৃষ্টির ছিটেফোঁটাও দেখা গেল না গত ২-৩ দিন ধরে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে কয়েকদিন টেস্ট সিরিজ দেখা যাবে বৃষ্টির।

cbbcsccbsb

কলকাতা, হুগলি,পুরুলিয়া, ঝাড়গ্রাম, ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

তবে হাওয়া অফিস জানাল, আগামী ৩১ শে মে বর্ষা প্রবেশ করছে কেরলে এবং বাংলাতেও সঠিক সময়েই প্রবেশ করবে বর্ষা। কিন্তু এরই মধ্যে কর্নাটক উপকূলে পূর্ব মধ্য আরবসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতি সম্পর্কে বোঝা যাবে আগামী ৪-৫ দিনের মধ্যেই।

ccb cbcbakba

আজকের আবহাওয়া
সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে একটি প্রবল বর্ষণ ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও, বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাসহ বেশকিছু এলাকায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর