কেবল আমদানি নয়, যুদ্ধাস্ত্র উৎপাদনের দিক থেকে সর্বপ্রথম হওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল ভারত

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অন্য দেশের থেকে অস্ত্র ক্রয় করা নয়, এবার বৃহত্তম হাতিয়ার উৎপাদক দেশ হওয়ার দিকে এগোচ্ছে ভারত (india)। আত্মনির্ভর ভারত হওয়ার দিকে আরও এক পদক্ষেপ এগিয়ে গেল ভারত। প্রতিরক্ষা মন্ত্রক ১০৮ টি দেশীয় আইটেমের তালিকা প্রকাশ করেছে, যা ভবিষ্যতে ভারত থেকেই কিনতে হবে।

গতবছর আগস্টেই ১০১ টি আইটেমের একটি তালিকা প্রস্তুত করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। আবার ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে সেই তালিকায় কিছু কিছু জিনিস অন্তর্ভুক্ত করা হচ্ছে। জানা গিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে ৩.৫ টন ওজনের ক্ষমতা সম্পন্ন সমস্ত হেলিকপ্টার শুধুমাত্র দেশের ভেতর থেকেই কিনতে হবে। এছাড়া অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল, মিনি ইউএভি, ক্ষেপণাস্ত্র, নজরদারি ও নজরদারি সিস্টেমসহ আরও বেশকিছু যুদ্ধ সরঞ্জাম দেশীয় কোম্পানি থেকেই ক্রয় করতে হবে।

সূত্রের খবর, ২০২২ সালের মধ্যেই এই তালিকায় যুক্ত হতে চলেছে- উঁচু পাহাড়ে অবস্থিত সেনাদের ব্যবহারের জন্য পোশাক এবং উপকরণ, রাত এবং দিনে বহুদূর দেখার জন্য দূরবীণ এবং বিভিন্ন রকেট এই তালিকায় ঢুকে পড়বে। সেইসঙ্গে মাটির অনেক নীচে থাকা সুড়ঙ্গ খুঁজে পাওয়ার জন্য ব্যবহৃত সেন্সরও বানাতে সক্ষম হবে ভারতীয় কোম্পানি।

২০২৩ সালের মধ্যেই পাহাড়ি এলাকায় শত্রুর খোঁজ পাওয়ার জন্য মাউন্টেন গন লোকেটিং র‍্যাডার, শত্রুর বিমানঘাঁটি ধ্বংস করতে স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড অস্ত্র এবং লক্ষ্য স্থির করে আঘাত করার লোটারিং মিউনিশনগুলিও ভারতীয় সংস্থা থেকে কিনতে পারবে সেনাবাহিনী।

পাশাপাশি ২০২৪ সাল নাগাদ এই দেশীয় কোম্পানি প্রস্তুত হাতিয়ারের তালিকায় ঢুকে যাবে- দূরপাল্লার গ্লাইড বোমা, যুদ্ধবিমান, পাহাড়ের দীর্ঘ পরিসরে ব্যবহৃত রাডার। যার ফলে ‘আত্মনির্ভর ভারত’ গড়ে ওঠার দিকে বেশ কয়েকধাপ এগিয়ে যাবে ভারত। বিদেশের হাতিয়ারের উপর আর নির্ভর করে বসে থাকতে হবে না ভারতীয় সেনাদের।

X