আজ থেকে বদলে যাচ্ছে এই ৭টি নিয়ম, প্রভাব পড়তে পারে আপনার পকেটে

বাংলাহান্ট ডেস্কঃ ২০২১ সালের ১ লা জুন থেকে বদলে যাচ্ছে বেশকিছু নিয়ম। যা আপনার জানা না থাকলে, পরবর্তীতে পড়তে পারেন সমস্যায়। তাই কাজে বেরিয়ে বিপদে পড়ার আগে দেখে নিন, কোন কোন খাতে বদল আসছে-

গুগল স্পেসের জন্য খরচ- এবার থেকে গুগল স্পেস ব্যবহারের ক্ষেত্রেও বড় অঙ্কের মূল্য দিতে হবে ব্যবহারকারীকে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন অবধি আনলিমিটেড স্টোরেজ ফ্রি থাকলেও, এবার থেকে প্রত্যেক জিমেল ইউজারকে ১৫ জিবি স্পেস দেওয়া হবে। এর মধ্যেই থাকবে গুগল ড্রাইভ এবং জিমেলের ইমেল ও ফটোজও। তবে এর থেকে বেশি স্পেসের প্রয়োজন হলে, ব্যবহারকারীকে ১০০ জিবির জন্য প্রতি মাসে ১৪৯ টাকা বা বছরে ১,৪৯৯ টাকা এবং ২০০ জিবি-র জন্য প্রতি মাসে ২১৯ টাকা বা বছরে ২,১৯৯ টাকা দিয়ে স্পেস কিনতে হবে। পাশাপাশি ২ টিবি স্পেসের জন্য মাসে ৭৪৯ টাকা বা বছরে ৭,৫০০ টাকা দিয়ে কিনে নিতে হবে।

rupee 119 928374 1608203267 930769 1608779925

পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তকরণ- এবার থেকে যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তকরণ বাধ্যতামূলক হচ্ছে ১ লা জুন থেকেই। নিয়োগকারীকে এই বিষয়ে সংস্থার কর্মীদের সাহায্যে একবার অ্যাকাউন্ট চেক করিয়ে নিতে হবে।

ইনকাম ট্যাক্স ই-ফাইলিং সাইট- ইনকাম ট্যাক্স বিভাগের ই-ফাইলিং পোর্টাল বন্ধ থাকবে ১ লা জুন থেকে ৬ ই জুন অবধি। পরবর্তীতে ৭ ই জুন নতুন ই-ফাইলিং পোর্টাল লঞ্চ হবে করদাতাদের জন্য।

ইউটিউব থেকে আয়ের জন্য কর দিতে হবে- এবার থেকে ইউটিউব থেকে অর্থ ইনকামের ক্ষেত্রে কর দেওয়া বাধ্যতামূলক করা হছে।

dvhbssj

বিমান ভাড়া বৃদ্ধি পাচ্ছে- আগামী ১২ ই জুন থেকে অন্তর্দেশীয় বিমানযাত্রায় ভাড়ার পরিমাণ ১৩ থেকে ১৬ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।

রান্নার গ্যাস- সাধারণত নতুন মাসের প্রথম দিন রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারিত হয়। আবার অনেক সময় মাসে দুবারও রান্নার গ্যাসের দাম বদল করতে দেখা যায়। তবে গ্যাসের দাম যে বদল করতেই হবে, এমন কিন্তু কোন নিয়ম নেই। বর্তমান সময়ে ১৪.২ কিলোর এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও, ১২২ টাকা কমেছে বাণিজ্যিক সিলিণ্ডারের দাম।

ব্যাঙ্ক অফ বরোদা- চেক পেমেন্টের নিয়মে বদল আনছে ব্যাঙ্ক অফ বরোদা। গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে আগামী ১ লা জুন ২০২১ থেকেই পজিটিভ পে কনফার্মেশন বাধ্যতামূলক করছে সরকার। যার ফলে, ২ লক্ষ বা তার বেশি টাকার চেক জারি করলে, রিকনফার্মের প্রয়োজন হবে।

Smita Hari

সম্পর্কিত খবর