বাংলা হান্ট ডেস্কঃ জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। বর্তমান পাকিস্তান দলের তিনটি ফরমেটে অধিনায়ক বাবর আজম। এছাড়াও পাকিস্তান দলের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। এই বাবর আজম বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। 2019 সালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পাকিস্তান দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় বাবরের হাতে। এছাড়াও গত বছর অর্থাৎ 2020 সালের নভেম্বর মাসে পাকিস্তান দলের টেস্ট অধিনায়কত্বও পেয়ে যান তিনি। পাকিস্তানের অধিনায়ক বিয়ে করতে চলেছেন তারই নিজের বোনকে। আগামী বছরই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন।
জানা গেছে বাবর আজম এবং তাঁর কাকুর মেয়ে সম্পর্কে বোনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে দুই পরিবারের অনুমতি নিয়ে তারা আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
উল্লেখ্য, বাবর আজমের বিরুদ্ধে ইতিমধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। এমন অবস্থায় তিনি যদি বিয়ে করতে বসেন তাহলে কি কোন আইনি সমস্যায় পড়বেন? এখন সেটাই দেখার।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়