বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় যতই ট্রোল (troll) সমালোচনা হোক না, সেসবে পাত্তা দেওয়ার পাত্রী নন তৃণমূলের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)। কার্যত লকডাউনে শুটিং বন্ধ। তাই বেশির ভাগ সময়টা বাড়িতেই কাটছে তাঁর। এই ফাঁকে পুরনো দিনে ফিরে গেলেন নুসরত। ফিরে দেখলেন পুরনো ফটোশুট।
সপ্তাহের দ্বিতীয় দিনেই একটি ‘থ্রোব্যাক’ পোস্ট করেছেন অভিনেত্রী। গোলাপি লেপার্ড প্রিন্টের স্পোর্টস ব্রা পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নুসরতের টোনড ফিগার দেখে ফসকেছেন যশ দাশগুপ্তও (yash dasgupta)। ইতিমধ্যেই লাইক দিয়ে দিয়েছেন তিনি।
লাইক, প্রশংসা পেলেও নুসরতকে ট্রোল করতে ছাড়েননি নেটজনতার একাংশ। কটাক্ষ শানিয়ে একজন লিখেছেন, ‘এমন সাংসদই তো চাই’। আবার এই ছবি দেখে আরেকজন খুঁজে পেলেন নুসরত ও নিখিল জৈনের বিবাহ বিচ্ছেদের কারণ। যশকেও ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। এক ব্যক্তির কটাক্ষ, ‘লোকের বউ চোরও লাইক মেরে দিয়েছে’।
https://www.instagram.com/p/CPkg4obntFA/?utm_medium=copy_link
গত বছরের শেষের দিক থেকেই টলিপাড়ায় গসিপের মধ্যমণি নুসরত ও যশ। ‘SOS Kolkata’ শুটিংয়ের সময় থেকেই নাকি ডেট করছেন দুজন। যদিও এতদিন এই বিষয়ে সরাসরি হ্যাঁ বা না কিছু না বললেও সর্বসমক্ষেই মেলামেশা চালিয়ে গিয়েছেন যশ ও নুসরত। তবে সম্প্রতি সম্পর্কের গুঞ্জনেই কার্যত সিলমোহর দিলেন নুসরত।
এক ইংরেজি সংবাদ মাধ্যমের সমীক্ষার প্রকাশিত ফলাফলে ‘মোস্ট ডিসায়ারেবল ওমেন ২০২০’তে তৃতীয় স্থানে রয়েছে নুসরতের নাম। সেখানে ‘রিলেশনশিপ স্টেটাস’এ স্পষ্টতই লেখা রয়েছে ‘ডেটিং যশ দাশগুপ্ত’। আর্টিকেলটির স্ক্রিনশট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন নুসরত।
আর এতেই নেটজনতার বক্তব্য, যশের সঙ্গে সম্পর্কের বিষয়টা তাহলে স্বীকারই করে নিলেন নুসরত। ওই সংবাদ মাধ্যমেরই ‘মোস্ট ডিসায়ারেবল মেন ২০২০’র সমীক্ষায় প্রথম স্থান পেয়েছেন যশ দাশগুপ্ত। ‘বিশেষ’ বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নুসরত। আবার অভিনেত্রীর ইনস্টা স্টোরির স্ক্রিনশট নিজের স্টোরিতে পোস্ট করে পালটা ধন্যবাদও জানিয়েছেন যশ।