বাংলা হান্ট ডেস্কঃ নবান্নে সেচ দফতরের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতি বছর বাঁধ সারাচ্ছি, প্রতিবছরই ভেঙে যাচ্ছে। এত টাকা দিয়ে যদি আমি জলে বেঁধে দিই, তাহলে জল আমায় বেঁধে দেবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সেচ দফতরের ইঞ্জিনিয়াররা ভালো কাজ করছেন, কিন্তু টিম লিডার ভালো না হওয়ায় কাজে ইচ্ছে থাকলেও উপায় থাকেনা।” মুখ্যমন্ত্রী বলেন, ‘আমফানে যেই গাছগুলো পড়ে গিয়েছিল, সেগুলো এখনও কোথায়? কখনও বনদফতর তুলে নিচ্ছে, কখনও কর্পোরেশন নিয়ে যাচ্ছে। কোনও হিসেব থাকছে না।” মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মুখ্যসচিবকে এই বিষয়টা দেখতে বলব।”
মুখ্যমন্ত্রী বলেন, দিঘার সৌন্দর্য নষ্ট হয়েছে। এরপর তিনি একটি কাগজে একে অফিসারদের বোঝান কোথায় কি ছিল আগে আর দুর্যোগের পর কি হয়েছে। এরপর দিঘার সমুদ্র সৈকতে থাকা হকারদের দোকানের ক্ষতির মেরামত করার জন্য দিঘা উন্নয়ন পর্ষদকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁরা পারলে সমুদ্রের মধ্যে ঢুকে যায়। আপনি যদি সমুদ্রের উপর অত্যাচার করেন, তাহলে সমুদ্র আপনাকে ছাড়বে না।”