বাংলাহান্ট ডেস্কঃ কেরলের হাত ধরে ভারতে প্রবেশ করে গিয়েছে বর্ষা (rain)। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, ৩ রা জুনই কেরলে এন্ট্রি নিয়েছে বর্ষা। কেরলের দক্ষিণাংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার ফলে, কেরল ও কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এরপর ধীরে ধীরে ৮ থেকে ১২ ই জুনের মধ্যেই বাংলায় বর্ষার প্রবেশের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনিয়েছে। আর সেই নিম্নচাপের ফলেই বাংলায় বর্ষা ঢুকছে।
হাওয়া অফিস প্রথমে জানিয়েছিল, ১ লা জুন কেরলে বর্ষার প্রবেশ হবে। কিন্তু এপ্রিল-মে-মাসের দাবদাহের হাত থেকে মানুষজনকে স্বস্তি দিতে বর্ষার আগমনের পূর্বে কিছু শর্ত পূরণ না হওয়ার ফলে, ১ লা জুনের বদলে ৩ রা জুন বর্ষার আগমনের বার্তা দেন আবহাওয়াবিদরা। আর সেইমতই দেরি না করেই দেশে ঢুকে পড়ে বর্ষা।
তবে করলে বর্ষার প্রবেশ ঘটলেও, বাংলায় চলছে এখন প্রাক বর্ষার মরশুম। বর্ষা টেস্ট ম্যাচ খেলার আগে, খানিকটা নেট প্রাকটিস সেরে নিচ্ছে। গত ২-৩ দিন ধরে বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে দেখা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও, তাপমাত্রার পারদ কিন্তু তড়তড় করে এগিয়ে যাচ্ছে। সেইসঙ্গে বাড়ছে অস্বস্তির গরম।
আজকের আবহাওয়া
শুক্রবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় মূলত রৌদ্রোজ্জ্বল এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সর্বনিম্ন তাপমাত্রা একই থাকতে পারে। সকাল থেকেই তীব্র রোদের ঝলকানি দেখা যাচ্ছে কলকাতা সহ আশেপাশের এলাকায়।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা