বাংলাহান্ট ডেস্কঃ ভ্যাকসিন ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) আক্রমণ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। তাঁর দাবী, সরকার যা ভ্যাকসিন দিয়েছে, তার বেশিরভাগটাই কেন্দ্রের দেওয়া। কিন্তু নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মাফিক বিনামূল্যের ভ্যাকসিন এখন কোথায় গেল?
করোনা আবহে ভ্যাকসিনেশন যখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, তখন দেশের বিভিন্ন প্রান্তেই টিকার আকাল দেখা দিয়েছে। এসময় টিকার জন্য কেন্দ্রকে দোষারোপ করতে বাদ রাখছে না রাজ্য সরকারও। এরই মধ্যে বৃহস্পতিবার ভ্যাকসিনেশন সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের জন্য যত টাকা বরাদ্দ ছিল, সবই খরচ করেছি। রাজ্যের প্রায় ১.৪৪ কোটি মানুষকে ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়া হয়েছে’।
তিনি আরও বলেন, ‘৬০০ থেকে ১২০০ টাকা লাগছে এক একটা ভ্যাকসিন কিনতে। সুপার স্প্রেডার মানুষদের- শ্রমিক, হকার, মৎস্য বিক্রেতা, সবজি বিক্রেতা, গাড়ির চালকদের বিনামূল্যে রোজই টিকা দেওয়া হচ্ছে। মোট সাড়ে ৭ কোটি মানুষকে টিকা দিতে হবে, শিশু ছাড়া’।
ভ্যাকসিন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করে জয়প্রকাশ মজুমদার দাবী করেন, ‘সরকারের দেওয়া বিনামূল্যের ভ্যাকসিনও রাজ্যে বিক্রি করা হচ্ছে। এমনকি ভ্যাকসিন কেনার রসিদও দেওয়া হচ্ছে না। কিছু কিছু জায়গায় আবার বিজেপি কর্মী-সমর্থকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কিছু মানুষকে দিলে, আর কিছু মানুষকে বাকি রাখলে, কিভাবে সুরক্ষিত থাকবে মানুষজন?’
তিনি আরও বলেন, ‘রাজ্য সরকারের দেওয়া দেড় কোটি ভ্যাকসিনের মধ্যে ১ কোটি ২৫ লক্ষ কেন্দ্র পাঠিয়েছে বিনামূল্যে, যা এখনও রাজ্যের কাছে জমা রয়েছে। আর রাজ্য সরকার শুধুমাত্র ২৭ লক্ষ ভ্যাকসিন নিজের টাকায় কিনেই, এখন বলছে টাকা শেষ!’