ইয়াসের ক্ষয়ক্ষতির পর্যালোচনায় বাংলায় আসছে কেন্দ্রীয় দল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটার পর্যালোচনা করতে বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধির একটি দল। কেন্দ্রীয় দলের বিবেচনার ভিত্তিতে রাজ্যকে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়। সাত সদস্যের একটি কেন্দ্রীয় দল রবিবার রাজ্যে আসছে। ইয়াস বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবে তাঁরা। এরপর তাঁরা নবান্নে বৈঠক করবেন।

file pic

রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যে থাকবেন স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব এসকে শাহির নেতৃত্বাধীন ওই দল। রবিবার রাতে বাংলায় নামার পর সোমবার ইয়াস বিধ্বস্ত পাথরপ্রতিমা আর গোসাবা কপ্টার করে পরিদর্শন করবেন। আরেকটি দল দিঘা ও মন্দারমণি পরিদর্শনে যাবে। পূর্ব মেদিনীপুরে সড়ক পথে পরিদর্শনে যাবেন তাঁরা। এরপর মঙ্গলবার নবান্নে বৈঠক করবেন তাঁরা।

file pic

উল্লেখ্য, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ইয়াস পর্যালোচনা বৈঠকে অংশ নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষয়ক্ষতির রিপোর্ট দিয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বাংলার জন্য ২০ হাজার কোটি টাকার দাবি করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর হাতে ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দিয়ে বলেছিলেন, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। সেই সময় কেন্দ্রের তরফ থেকে তিন রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। ওড়িশার জন্য তৎক্ষণাৎ ৫০০ কোটি আর বাংলা এবং ঝাড়খণ্ডের ক্ষয়ক্ষতির রিপোর্ট দেখার পর সাহায্যের কথা বলা হয়। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় এসে ক্ষয়ক্ষতির বিবেচনা করবে।

X