বাংলাহান্ট ডেস্ক: আজ, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস (world environment day)। এই দিনে মা শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) সঙ্গে প্রকৃতি মাকে রক্ষা করার শপথ নিল ছোট্ট ইউভান (yuvaan)। মায়ের সঙ্গে মিলে গাছের চারাও পুঁতলো সে। বিশ্ব পরিবেশ দিবসে এই উদ্যোগের সব ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন শুভশ্রী।
ইউভানকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরের প্রাঙ্গনে গাছের চারা রোপন করেছেন শুভশ্রী। মায়ের সঙ্গে এই উদ্যোগে সঙ্গী হয়েছে ইউভানও। মায়ের কোলে বসে এক মনে সব দেখছে ইউভান। শুভশ্রী কিছুটা মাটি নিয়ে ইউভানের হাতে দিলে সেদিকেও তার মনোযোগ রয়েছে। বড় হয়ে গাছ লাগাতে হবে তো।
ছবি দেখে বোঝা যাচ্ছে সম্ভবত হালিশহরের বাড়িতে এদিন গাছ লাগিয়েছেন শুভশ্রী। সাধারন ম্যাক্সি ড্রেস পরে বিনা মেকআপে ঘরোয়া লুকেই এদিন ক্যামেরাবন্দি হন শুভশ্রী। ইউভান পরেছে নীল প্যান্ট ও সাদা জামা। সঙ্গে মাথায় ম্যাচিং নীল টুপি। ছবিগুলি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘আজ বিশ্ব পরিবেশ দিবসের দিনে চলুন প্রকৃতি মাকে রক্ষা করার শপথ নিই।’
https://www.instagram.com/p/CPuUaUcAFWA/?utm_medium=copy_link
সম্প্রতি ইউভানের কয়েকটি মিষ্টি ছবি শেয়ার করেন বাবা রাজ চক্রবর্তী। বাবার বাইকে চেপে ক্যামেরার জন্য পোজ দিয়েছে ছোট্ট ইউভান। পাশে দাঁড়িয়ে এক হাত দিয়ে ছেলেকে ধরে রেখেছেন রাজ। নীল জামা ও সাদা প্যান্ট পরে মিষ্টি লাগছে ইউভানকে। খুদেকে দেখে কে বলবে তার বয়স মাত্র আট মাস।
ছবিগুলি শেয়ার করে রাজ লেখেন, ‘আমার প্রথম বাইক পালসার ১৫০। ২০০৩ সালে আমার প্রথম পারিশ্রমিক দিয়ে এই বাইকটা কিনেছিলাম, যেটা আমার ছেলে এখন চড়তে চাইছে। আমি নিশ্চিত ও যখন বড় হবে তখন এই বাইকটা চালাতে চাইবে। আমি সেই দিনের জন্য এটা রেখে দেব।’
https://www.instagram.com/p/CPkESiGJFyS/?utm_medium=copy_link
বিয়ের দু বছর পর মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। যেদিনই সন্তানসম্ভবা হওয়ার সুখবরটা দেন সেদিন থেকেই নতুন সদস্যকে দেখার জন্য অপেক্ষার দিন গোনা শুরু করে দিয়েছিল অনুরাগীরা। ১২ সেপ্টেম্বর শুভশ্রীর কোল জুড়ে আসে আদরের ইউভান।
এক রকম বলা যায় নেটনাগরিকদের চোখের সামনেই বড় হয়ে উঠছে ইউভান। নয় মাস হতে চলল তার বয়স। আর কয়েক মাস পরেই এক বছরে পড়বে রাজ শুভশ্রীর নয়নের মণি। দুজনেই পালা করে ছেলের ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন ইনস্টাগ্রামে।