শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান দিলীপ কুমার (dilip kumar)। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতবছরই করোনার কারণে নিজের ছোট দুই ভাইকে হারিয়েছেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার।

করোনা আবহে সুস্থ থাকতে নিজে থেকেই সকলের থেকে আলাদা হয়ে নিভৃতবাসে ছিলেন দিলীপ কুমার। এমনকি ট্যুইট করে জানিয়েছিলেন, ‘এই কঠিন সময়ে কোনরূপ ঝুঁকি নিতে চাইছেন না আমার স্ত্রী সায়রা বানুও। সেই কারণে আমি নিভৃতবাসে রয়েছি। তবে আপনারাও খুব প্রয়োজন না হলে কেউ বাড়ি থেকে বেরোবেন না’।

তবে বর্তমান সময়ে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করার প্রসঙ্গে স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, করোনা আবহে সংক্রমণ বাড়তে থাকার কারণে তিনি কারো সঙ্গেই দেখা করেননি। তাঁর শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকায়, তাঁকে আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে কয়েকদিন ধরেই তাঁর শ্বাসকষ্ট হওয়ার কারণে রবিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে করোনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়নি। রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও করা হবে তাঁর।

X