বাংলা হান্ট ডেস্কঃ লুডো (LUDO) কি ভাগ্যের খেলা নাকি দক্ষতার? এটা ঠিক যে দক্ষতার কিছুটা ব্যবহার থাকলেও লুডোর অনেকটাই নির্ভর করে আপনার ভাগ্য সাথ দিচ্ছে কিনা তার ওপর। কারণ ঘুটির পয়েন্টের উপর কারোরই সেভাবে হাত থাকে না। আর সেই কারণেই এবার লুডো সুপ্রিমো নামের একটি গেম অ্যাপ্লিকেশনের ওপর মামলা দায়ের করা হলো আদালতে। আঞ্চলিক একটি রাজনৈতিক দলের নেতা কেশব মুলে মুম্বাই হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের করেন।
ওনার বক্তব্য, লুডো তেমনভাবে দক্ষতার খেলা নয়, বরং এটি একটি ভাগ্যের খেলা। আর সেই কারণেই যদি এই খেলা কখনো টাকার জন্য খেলা হয় তার বিরুদ্ধে মহারাষ্ট্র জুয়া প্রতিরোধকারী আইন ১৮৮৭ লাগু হওয়া উচিত। সেই সূত্র ধরেই আদালতে এই বিষয়ে মামলা করেন তিনি। এর আগেও ২০২০ সালে গেম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী ৪১৯ ও ৪২০ ধারায় এফআইআর দায়ের করার জন্য পুলিশের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ মামলা গ্রহণ করেনি। এরপর স্থানীয় মেট্রোপলিটন কোর্টেও এ বিষয়ে মামলা করা হয়। কিন্তু আদালত এটিকে দক্ষতার খেলা হিসেবে স্বীকৃতি দিয়ে মামলা খারিজ করে দেয়।
অবশেষে এখন মুম্বাই হাইকোর্টে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। গত সপ্তাহে বিচারপতি এস এস শিন্ডে ও বিচারপতি অভয় আহুজার একটি ডিভিশন বেঞ্চ রাজ্য কর্তৃপক্ষের কাছে ২২ শে জুনের মধ্যে এর উত্তর চেয়েছিলেন। কেশব মুলের তরফে আবেদনে জানানো হয়েছে, তিনি কিছু স্কুলের বাচ্চাকে মোবাইলে এই গেমটি খেলতে দেখেন। হঠাৎ যখন তিনি দেখতে পান স্ক্রিনে রয়েছে ভারতীয় নোটের ছবি তার সন্দেহ হয়। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন তিনি।
তিনি জানিয়েছেন, এই অ্যাপ্লিকেশনটিতে খেলার শুরুর জন্য এন্ট্রি ফি নেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয় প্রস্তুতকারক সংস্থা এও জানাতে দ্বিধা করেনা যে এটি টাকা উপার্জনের একটি সহজ উপায়। ঐ খেলায় এন্ট্রি ফি দিয়ে একসঙ্গে অনেক জন অংশগ্রহণ করতে পারে। এবং জয়ের পর পুরো টাকাটাই পায় একজনই। এটি কোন এমন খেলা নয় যে ক্ষেত্রে টাকাটি নকল। এখানে আসল টাকার কথাই বলা হয়েছে। তাহলে কেন এদিকে জুয়া আইন অনুসারে একটি “সাধারন গেমিং হাউস” হিসেবে দেখা হবে না?
আবেদনে আরও উল্লেখ রয়েছে, একটি তিন বছরের বাচ্চাও লুডো খেলায় জিতে যেতে পারে তার থেকে অনেক বড় কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। তাই এই খেলাটিতে সেভাবে দক্ষতার যোগ নেই। যতখানি যোগ রয়েছে ভাগ্যের।
এ বিষয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্তে আসা মুশকিল। একথা ঠিক যে পয়েন্ট অনেকটাই নির্ভর করে ভাগ্যের উপর, কিন্তু বুদ্ধি করে খেলতে না পারলে হার স্বাভাবিক। তাই লুডো আদতে ভাগ্যের খেলা নাকি দক্ষতার এ নিয়ে প্রশ্ন রয়েছেই। এখন আগামী দিনে বোম্বে হাই কোর্ট কি সিদ্ধান্ত নেয় সে দিকেই নজর থাকবে সকলের।