নিজেদের এনজিওর মহৎ উদ‍্যোগ, ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষের মুখে খাবার তুলে দিলেন নীল-তৃণা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যেমন বলা তেমন কাজ। ইয়াস (yaas) বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আগেই নিয়েছিলেন। এবার সেটা কাজে করে দেখালেন নীল ভট্টচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহা (trina saha)। নিজেদের এনজিও (NGO) ‘মাই স্কাই ফাউন্ডেশন’ (my sky foundation) এর মাধ‍্যমে অসহায় মানুষদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন তারকা দম্পতি।

এদিন ৫০০র ও বেশি দুঃস্থ মানুষের হাতে খাবারের প‍্যাকেট তুলে দিলেন নীল ও তৃণা। নিজেরা দাঁড়িয়ে থেকে নিজে হাতে খাবারের প‍্যাকেটগুলি তুলে দিয়েছেন তাঁরা। সঙ্গে ছিলেন তারকা জুটির কয়েকজন বন্ধু বান্ধব। লাইন দিয়ে করোনা বিধি মেনে সম্পন্ন হয়েছে গোটা কর্মকাণ্ডটা।


এদিনের সমস্ত ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন নীল। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘খুশি ছড়িয়ে দাও। ৫০০র বেশি খাবারের প‍্যাকেট দেওয়া হল।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন, খুশি ছড়াও, মাই স্কাই ফাউন্ডেশন ও গো নীল। নীল তৃণার এই উদ‍্যোগকে কুর্নিশ জানিয়েছে নেটজনতা। কমেন্ট বক্সে উপচে পড়েছে ভালবাসা।

https://www.instagram.com/p/CPznDD5rlVG/?utm_medium=copy_link

কিছুদিন আগে নিজেদের এই উদ‍্যোগের কথা জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় সাহায‍্য প্রার্থনা করেছিলেন নীল ও তৃণা। ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায‍্যের জন‍্য নিজেদের এনজিওর মাধ‍্যমে এক প্রয়াস করেছেন তাঁরা। ইনস্টাগ্রামে তৃণা লেখেন, গত বছর আমফান প্রচুর মানুষকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়েছিল। এ বছর ইয়াস যখন একই রকম পরিস্থিতি নিয়ে এল তখন আমরা আরো একত্রে আরো প্রস্তুতি নিয়ে দাঁড়াবো।

https://www.instagram.com/p/CPdj1U_B1mW/?utm_medium=copy_link

সরকারের সঙ্গে হাত মিলিয়ে মাই স্কাই ফাউন্ডেশনের মাধ‍্যমে ইয়াসে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার মানুষদের জন‍্য ত্রাণ পাঠানোর অঙ্গীকার নেন নীল তৃণা। অনুরাগীদের উদ্দেশেও সাহায‍্যের হাত বাড়ানোর অনুরোধ করেন তাঁরা। তার জন‍্য ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও যোগাযোগের বিস্তারিতও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নীল ও তৃণা।

X