বাংলাহান্ট ডেস্কঃ আবারও সংবাদ শিরোনামে বিখ্যাত পর্যটন কেন্দ্র ডালহৌসির (dalhousie) নাম পরিবর্তনের বিষয় উঠে এল। বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy), হিমাচল প্রদেশের চম্বা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ডালহৌসির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে নামাঙ্কিত করার জন্য চিঠি দিলেন রাজ্যপালকে।
১৯৯২ সালে তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্ত কুমার এবিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করলেও, পরবর্তীতে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে, তা চাপা পড়ে যায়। বর্তমান সময়ে সেই প্রসঙ্গ আবারও উত্থাপন করে রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়কে লেখা চিঠি লিখলেন সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেন, ডালহৌসির নাম পরিবর্তন করে, ১৯৯২ সালের মুখ্যমন্ত্রীর জারী করা প্রজ্ঞাপন কার্যকর করা হোক।
প্রসঙ্গত, ১৮৫৪ সালে ব্রিটিশ শাসনামলে কর্নেল নেপিয়ার পাঁচটি পাহাড়ে বসতি স্থাপন করেছিলেন। তখন তিনি লর্ড ডালহৌসির নামে এই শহরটির নামকরণ করেছিলেন। সেই থেকেই এই শহরের নাম ডালহৌসি বলে পরিচিত। পরবর্তীতে ১৮৭৩ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ১৯৩৭ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু সেখানে গিয়েছিলেন।
শোনা যায়, সেখানে গিয়েই গীতাঞ্জলি লেখার প্রেরণা পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে ডালহৌসির উন্নতির বিষয়ে ভেবেছিলেন। বর্তমানে এই জনপ্রিয় পর্যটন স্থানের নাম পরিবর্তন করতে চাইলেও, এখানকার বাসিন্দারা এই সিদ্ধান্তের বিরুদ্ধেই রয়েছেন।