কলকাতা থেকে গিয়ে বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন পূজা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যেসব বাঙালি অভিনেত্রী কলকাতা থেকে মুম্বই সফর করেছেন সেই তালিকায় অন‍্যতম নাম পূজা ব‍্যানার্জি (puja banerjee)। শুরুটা টলিউড থেকে করলেও এখন পূজা পাকাপাকি ভাবে মুম্বইয়ের বাসিন্দা। সেখানেই সংসার পেতেছেন অভিনেতার কুণাল ভার্মার সঙ্গে। ছোট্ট ছেলে কৃশিবকে নিয়ে এখন ভরা সংসার পূজার।

তবে কলকাতা যে তিনি আসেন না এমনটা কিন্তু নয়। বরং নিজের শহরে ফিরতে খুব ভালই লাগে পূজার। হইচই এর ‘পাপ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং জন‍্য বেশ কিছু দিন কলকাতায় কাটিয়ে গিয়েছেন তিনি। আনন্দবাজার ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারে বাঙালি অভিনেত্রী জানান, তাঁর মা বাবা চান তিনি বাংলা ছবিতে কাজ করুন।


তবে টলিউডে যে কটি ছবি করেছেন পূজা সবই মূল ধারার ছবি। অভিনেত্রীর আক্ষেপ, অন‍্য রকম ছবির জন‍্য অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে শুনতে হয়েছে তিনি খুব সুন্দরী। তাই অন‍্য রকম ছবিতে তাঁকে মানাবে না। পূজার আশা, পাপ সিরিজে তাঁর অভিনয় দেখে যদি পরিচালক প্রযোজকদের মন পরিবর্তন হয়।

https://www.instagram.com/p/COGMhsogqJR/?utm_medium=copy_link

আপাতত মুম্বইতেই কাজের ক্ষেত্র বানিয়েছেন পূজা। মা হওয়ার পর কিছুদিনের জন‍্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। ছেলে একটু বড় হতেই আবার ফিরেছেন কাজে। অভিনেত্রী জানান, স্বামী সন্তান নিয়ে নিজের একটা সংসার তিনি চাইতেন। ঠিক তেমনটাই পেয়েছেন। অনেকে বলেন মা হলে শরীরের গঠন নষ্ট হয়ে যায়। তাই অভিনেত্রীদের মা হতে নেই।

তবে এসব কথায় কান দেওয়ার পাত্রী নন পূজা। ছেলে কৃশিবের জন‍্য সবটা উজাড় করে দিতে রাজি তিনি। পূজা বলেন, আগে ওজন কিছুটা বাড়লেও এখন অনেকটা কমিয়ে আনতে পেরেছেন তিনি। ব‍্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবন নিয়ে খুল্লমখুল্লা পূজা।

https://www.instagram.com/p/CNAEUAsgNTu/?utm_medium=copy_link

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে একাধিক বার বহু অভিনেত্রী সরব হয়েছেন। ব‍্যতিক্রম নন পূজাও। কলকাতা থেকে মুম্বই কাস্টিং কাউচের সম্মুখীন হতে হয়েছিল তাঁকেও। তবে আপোস করার পক্ষপাতী ছিলেন না পূজা। তাঁর সাফ বক্তব‍্য, “ভাল কাজ করার জন‍্য কারোর শয‍্যাসঙ্গিনী হতে পারব না।” মহিলারা অন‍্যায় সহ‍্য করে বলেই তাদের শোষণ করার সাহস দেখায় বলে মন্তব‍্য করেন পূজা।

X