বাংলাহান্ট ডেস্ক: দিন দিন বাড়ছে ইউভানের (yuvaan) জনপ্রিয়তা। মাত্র আট মাসেই সে খুদে সেলিব্রিটি। এমনকি খ্যাতির নিরিখে মা বাবা শুভশ্রী গাঙ্গুলী ও রাজ চক্রবর্তীকেও (raj chakraborty) ছাড়িয়ে গিয়েছে ইউভান। ছেলের ছবি শেয়ার করলেই মুহূর্তে ভাইরাল। কলকাতা ছাড়িয়ে ব্যারাকপুরেও (barakpore) পৌঁছে গিয়েছে ইউভানের খ্যাতি।
ঠিকই পড়েছেন, ছোট্ট ইউভান বাস্তবিক অর্থেই তারকা সন্তান। সোশ্যার মিডিয়ায় তো তার জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষাই রাখে না। রাজের দৌলতে ব্যারাকপুরেও খ্যাতি পেয়ে গিয়েছে ইউভান। আসলে ব্যারাকপুরে নির্বাচনী প্রচারে গিয়ে আরো কয়েকজন খুদেদের ইউভানের ছবি দেখিয়েছিলেন রাজ। সকলকে আপন করে নেওয়ার এই চেষ্টা বেশ মনে ধরেছিল মানুষের। সেখানকার খুদেরাও মিষ্টি ইউভানকে দেখে আনন্দ পেয়েছিল।
সম্প্রতি রাজের এক অনুরাগী এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, তখন অনেকে এটাকে রাজের নাটক বলেছিল। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন, নির্বাচিত হওয়ার আগেও যেমন ছিলেন এখনো তেমনি আছেন। সম্প্রতি ব্যারাকপুরে গিয়ে খাবার ও মাস্ক বিতরণ করে এসেছেন রাজ।
https://twitter.com/IRIMONDEY/status/1401572839027847173?s=19
এর আগে ব্যারাকপুরে নিকাশি ব্যবস্থা নিয়ে এক যুবকের অভিযোগ পেয়ে তার বাড়িতে গিয়ে উপস্থিত হন রাজ। যুবকের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সমস্যা শোনেন রাজ। এলাকাটাও ঘুরে দেখেন তিনি। রাজ বলেন, জেতার পর তিনি ঘরে বসে নেই। ইয়াসের পর ক্ষয়ক্ষতি দেখার জন্য ব্যারাকপুরে ঘুরে দেখেছেন। এখানকার নিকাশি ব্যবস্থা, ভাগাড়ের সমস্যা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।
তবে একদিনে তো সব কাজ সম্ভব নয়। তাই ধৈর্য ধরতে বলেছেন রাজ। পাশাপাশি ব্যারাকপুরের মানুষদের ধন্যবাদ জানানোর জন্য প্রতিটি বাড়িতে চিঠি পাঠানোর পরিকল্পনাও করেছেন বলে জানান রাজ। দ্রুত সমস্যার কথা জানিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য তাঁর ফোন নম্বরও থাকবে চিঠিতে।