বাংলাহান্ট ডেস্কঃ ঘরে ফিরেই কাজ শুরু করে দিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। শনিবার বিকেল ৪ টে নাগাদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে দেখা করলেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। বেশকিছুক্ষণ বৈঠক করলেও, এবিষয়ে দুপক্ষই মুখে কুলুপ এঁটে রয়েছেন।
মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর রাত থেকেই ফোন করে বেশ কয়েকজন বিজেপি সাংসদ বিধায়কদের সবুজ শিবিরে আসার আহ্বান জানিয়েছেন বলে গেরুয়া শিবির সূত্রে খবর। মুকুল রায়ের থেকে ফোন পাওয়ার পর, সকলে না জানালেও, বেশ কয়েকজন বিধায়ক দলকে জানিয়েছে বলে খবর।
এবার তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেকের সঙ্গে বৈঠকে বেশ কয়েকজন দলে ফিরতে ইচ্ছুক নেতাকর্মীদের তালিকা তুলে দিয়েছেন মুকুল রায়। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে বৈঠকে দলের ভবিষ্যত্ কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন মুকুল রায়। সেইসঙ্গে দলকে সর্বভারতীয় ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে কোথায়, কিভাবে নজর দিতে হবে, কিভাবে কাজ করতে হবে- তাও আলোচিত হয়। এমনকি আগামী সপ্তাহ থেকেই এই কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, দল বদল করতেই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন মুকুল রায়। কেন্দ্রের সম্মতি পেলেই সিআরপিএফ জওয়ানরা সরে যাবে মুকুল রায়ের নিরাপত্তারক্ষীর জায়গা থেকে, রাজ্যের হাতেই থাকবে মুকুল রায়ের সমস্ত নিরাপত্তা।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁকে পরামর্শ দিয়েছেন কাঁচরাপাড়া ছেড়ে সপরিবারের আলিপুরে এসে থাকার জন্য। সঙ্গে নাতি-নাতনিদের কলকাতায় পড়াশুনার ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে।