‘মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই’, ট্যুইট করে দল ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেত্রী

বাংলাহান্ট ডেস্কঃ মুকুলের (mukul roy) পথ ধরে এগিয়ে গেলেন বিজেপির (bjp) আরও এক নেতৃত্ব। ট্যুইট করে দলত্যাগের কথা জানালেন রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক তথা আইনজীবী দেবযানী দাশগুপ্ত (Devyani Dasgupta)। যদিও তাঁর তৃণমূলে যাওয়ার বিষয়ে এখনও কিছু জানা না গেলেও, রাজনৈতিক মহলে দেবযানী দাশগুপ্ত মুকুল ঘনিষ্ঠ ছিল বলেই খবর।

শুক্রবারই সপুত্র মুকুল রায় বিজেপি ছেড়ে ফিরে গিয়েছেন নিজের পুরনো ঠিকানায়। গেরুয়া শিবির ছাড়লেও, বিধায়ক পদ এখনও ত্যাগ করেননি মুকুল রায়। তবে সবুজ শিবিরে ফিরতেই, ঘনিষ্ঠ নেতৃত্বদের ফোন করে তৃণমূলে (tmc) আসার আহ্বান জানিয়েছিলেন বলে জানা গিয়েছে।

https://twitter.com/DevyaniSpeaks/status/1404101126425767937

এরপরই রবিবার রাতে ট্যুইট করে বিজেপি ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করার, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছা প্রকাশও করেন দেবযানী দাশগুপ্ত। ট্যুইটে তিনি লেখেন, ‘রাজ্যে বিজেপির কিষাণ মোর্চার সম্পাদিকা পদ থেকে ইস্তফা দিচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই’।

kEAQRr

রাজনৈতিক মহলে মুকুল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন দেবযানী দাশগুপ্ত। মুকুল রায় চলে যাওয়ার পর, শোনা গিয়েছিল- বিজেপির বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক এবং নেতাদের ফোন করে তৃণমূলে ফেরার আহ্বান করেছিলেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাতে ঘরে ফিরতে উৎসুক নেতৃত্বদের নামের তালিকাও তুলে দিয়েছিলেন বলে খবর।

তবে বর্তমানে গেরুয়া শিবির ত্যাগ করলেও, তৃণমূলে ফিরছেন কিনা সেবিষয়ে এখনও কিছু খোলসা করেননি দেবযানী দাশগুপ্ত। অন্যদিকে দেবযানী দাশগুপ্তর পদত্যাগ এবং দলত্যাগ নিয়ে মুখ খোলেনি পদ্ম শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর