বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা (subhrojit saha)। এখন নতুন উদ্যমে আবার কাজ শুরু করেছেন। সান বাংলার নয়নতারা সিরিয়ালে লিড চরিত্র ‘সমুদ্র’র ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে শুভ্রজিৎকে দর্শকরা ‘যদু’ হিসাবেই বেশি চেনেন। ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে রাসমণির মেজ নাতি যদুর ভূমিকায় অভিনয় করেছিলেন শুভ্রজিৎ।
কিন্তু অত জনপ্রিয় একটি সিরিয়াল ছেড়ে নয়নতারাতে যোগ দেওয়া কি শুধুমাত্র লিড চরিত্রের জন্য? নিউজ ১৮ বাংলার সঙ্গে সাক্ষাৎকারে শুভ্রজিৎ বলেন, প্রথমে লিড চরিত্র দিয়েই শুরু করেছিলেন তিনি। রাখি বন্ধন সিরিয়ালে বন্ধনের ভূমিকায় অভিনয় করেছিলেন শুভ্রজিৎ। চরিত্রটি তাঁর বয়সের তুলনাতেও বড় ছিল। কিন্তু অভিনয়ের গুণে দর্শকদের ভালবাসা পেয়েছিলেন।
তারপরেও লিড চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিলেন শুভ্রজিতের কাছে। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় না করে দেন। অভিনেতার কথায়, কোনো চরিত্র পছন্দ না হলে সেটা লিড হোক বা পার্শ্বচরিত্র, অভিনয় করতে রাজি হননা তিনি। ঠিক এই কারণেই রাণী রাসমণিতে যদু চরিত্রটি করতে রাজি হয়েছিলেন শুভ্রজিৎ।
এই সিরিয়ালেরই আরেক গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন শুভ্রজিৎ। সিরিয়ালে রাসমণির বড় মেয়ে পদ্মমণি অর্থাৎ সম্পর্কে যদুর মাসিমণির সঙ্গে প্রেম করছিলেন শুভ্রজিৎ। দিয়া ও শুভ্রজিতের সম্পর্কের বিষয়টা অনেকেই জানতেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের যুগলে ছবি চোখে পড়েছে অনেকবারই।
কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে কিছুটা চিড় ধরে। শুভ্রজিতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও আর নেই দুজনের ছবি। এদিন সাক্ষাৎকারে শুভ্রজিৎ স্পষ্ট করে দেন দিয়ার সঙ্গে আর তাঁর যোগাযোগ নেই। তবে বিচ্ছেদের কারণটা তিনি বলতে চাননি। দুজনে আর সম্পর্কে না থাকলেও দিয়ার সাফল্য কামনা করেছেন শুভ্রজিৎ।