বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে কেন্দ্র-Twitter সংঘাতের নিষ্পত্তি হল। কেন্দ্রের সিদ্ধান্তকে মান্যতা দিল Twitter কর্তৃপক্ষ। কেন্দ্র সরকারের নির্দেশ মেনে অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করল Twitter কর্তৃপক্ষ। পাশাপাশি জানিয়েছেন, আগামী দিনে তাঁদের প্রতিটি পদক্ষেপ জানানো হবে কেন্দ্র সরকারকে।
সম্প্রতি নতুন তথ্যপ্রযুক্তি আইন নিয়ে Twitter কর্তৃপক্ষকে এক কড়া চিঠি দিয়েছিল কেন্দ্র। সেখানে স্পষ্ট ভাষায় বলা ছিল, কেন্দ্রের জারি করা নতুন তথ্যপ্রযুক্তি আইন একটি নিদির্ষ্ট সময়ের মধ্যেই কার্যকর করতে হবে Twitter কর্তৃপক্ষকে এবং দ্রুতই এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে পদক্ষেপ নিতে হবে Twitter কর্তৃপক্ষকে। প্রধানত, Twitter-র মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি আইটি বিধি মেনে চলার ক্ষেত্রে দেরি হওয়ার জন্যই এই দ্বন্ধ চরমে পৌঁছেছিল।
মঙ্গলবার Twitter সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘কেন্দ্র সরকারের দেওয়া নয়া নির্দেশিকা মেনে চলবে Twitter। নতুন আইটি বিধি মেনেই অন্তর্বর্তীকালীন চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা হয়েছে। আগামী দিনে Twitter-র প্রতিটি পদক্ষেপ জানানো হবে কেন্দ্রকে। আর এই বিষয়ে দ্রুতই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককে বিস্তারিত জানাবে Twitter কর্তৃপক্ষ’।