কখন বেরোবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের রেজাল্ট, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে এই মুহূর্তে বাতিল হয়ে গিয়েছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথমে পরীক্ষার পক্ষে রায় দিলেও পরে সেই মত ফিরিয়ে দিতে এক প্রকার বাধ্য হয় রাজ্য। ইতিমধ্যেই সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে। আর তারপরেই ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষজ্ঞ কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য।

কিন্তু কমিটির তরফে জানানো হয়, এই মুহূর্তে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ। এরপর আম জনতার মতামত নিতে তিনটি মেইল আইডিও খোলা হয়, যেখানে প্রায় ৩৪ হাজার মানুষ নিজেদের মতামত দেন। তাদের অধিকাংশের রায় ছিল পরীক্ষা না নেওয়ার পক্ষেই। আর সেই কারণেই শেষ পর্যন্ত বাতিল করা হয় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক।

কিন্তু পরীক্ষা বাতিল হলেও ছাত্র-ছাত্রীদের জীবন তো থেমে থাকতে পারে না। বিশেষত এর সঙ্গে যখন জড়িয়ে রয়েছে প্রায় ২২-২৩ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ। সেই সূত্র ধরেই এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান আগামী জুলাই মাসেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে। যদিও মূল্যায়ন পদ্ধতি কি হবে তা এখনো জানায়নি রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে নির্দেশিকা জারি হবে শুক্রবার।প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মূল্যায়ন সংক্রান্ত বিষয় নিয়ে হলফনামা জমা করেছে সিবিএসই। তার সূত্র ধরেই জুলাই মাসের ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন তারা।

 

1621903414 mamata raj

এবার সিবিএসই-এর পথে হাঁটল রাজ্য সরকারও। মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনও কিছু জানানো না হলেও সিবিএসই বোর্ডের সাথে একই সঙ্গে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই পরীক্ষা না হওয়ার অবসাদে আত্মহত্যা করেছে অনেক ছাত্র-ছাত্রী। আগামী দিনে তাদের যাতে বড় সমস্যার মুখে না পড়তে হয়, তার জন্য দরকার সঠিক মূল্যায়ন পদ্ধতি। এখন শুক্রবার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় রাজ্য সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।

Abhirup Das

সম্পর্কিত খবর