মহানগরীর জলযন্ত্রণার জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন ফিরহাদ হাকিম

বাংলা হান্ট ডেস্কঃ অঝোরে বৃষ্টির ফলে কলকাতার এখনও বহু এলাকা জলমগ্ন। ইতিমধ্যে জমা জলে বিদ্যুৎপিষ্ট হয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যুও হয়েছে। চারদিকে জল জমে থাকার কারণে যখন সবাই পুরসভার দিকে আঙুল তুলছে, তখন কলকাতা পুরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এই কাজের জন্য দায়ী করছেন।

রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘আমাদের তরফ থেকে গত তিন বছরে সেচ দফতরকে লাগাতার তাগাদা দেওয়া হচ্ছে। কলকাতার আশেপাশের খালগুলোর একটি তালিকা তৈরি করার জন্য মন্ত্রীমশাইকেও বলেছিলাম। কিন্তু তিনি দুই এক জায়গায় লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করিয়ে চুপ করে যান। কোনও খালই সংস্কার করা হয়নি।” ববি হাকিম জানান, আমাদের নিকাশি বন্দোবস্ত অনেক ভালো জায়গায় রয়েছে। কিছুকিছু জায়গায় অতি বৃষ্টির ফলে জল জমে গিয়েছে। কয়েক জায়গায় মেট্রোরেলের কাজ হচ্ছে বলে জল যাচ্ছে না। আর বেশীরভাগ জায়গায় খাল না সংস্কার হওয়ায় এই বিপত্তি ঘটেছে।

kolkata water

ফিরহাদ হাকিম এখানে মন্ত্রীমশাই বলতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি যেই বিগত তিন বছরের কথা উল্লেখ করেছেন, সেই সময় রাজ্যের সেচ বিভাগের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। আর তাঁরও আগে রাজ্যের সেচমন্ত্রী ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি বিগত তিন বছরের কথা উল্লেখ করে শুধুমাত্র শুভেন্দুবাবুকেই দায়ী করতে চেয়েছেন। রাজীববাবুর বিষয়ে কিছু না বলার কারণ হল, উনি আবার তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছেন।

ফিরহাদ হাকিম আরও বলেন, ‘কলকাতার জলযন্ত্রণার কথা মুখ্যমন্ত্রী জানা মাত্রই রাজ্যের মুখ্যসচিবকে উচ্চ পর্যায়ের বৈঠক করার নির্দেশ দেন। তিন বছর যেই কাজটা সেচমন্ত্রী করেছিলেন না, সেটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হচ্ছে। আশা করছি এই সমস্যার দ্রুত সমাধান হবে আর আগামী বছর থেকে কলকাতাবাসীকে এই যন্ত্রণা আর ভোগ করতে হবে না।”


Koushik Dutta

সম্পর্কিত খবর