বাংলাহান্ট ডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসায় পঞ্চমুখ হয়ে এবার ‘একলা চলো রে’ নীতিরও গুনগান করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav thackeray)। একুশের বিধানসভা নির্বাচনের পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে, বাঙালির ইচ্ছাশক্তির প্রশংসা করেছিলেন উদ্ধব ঠাকরে। তবে এবারের তাঁর এই মন্তব্যকে কিছুটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শিব সেনার ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দলীয় বৈঠকে উদ্ধব ঠাকরের কন্ঠে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় কিছুটা অন্যরকম গন্ধ পাচ্ছে ওয়াকিবহাল মহল। সপ্তাহখানেক আগে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক, আর এখন উদ্ধব ঠাকরের মন্তব্য- সব মিলিয়ে ২০২৪-এর আগে সব বিরোধী জোটকে একজোট করার আহ্বান হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
দেখে নিন ঠিক কি বলেছেন উদ্ধব ঠাকরে- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সকলকে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি বলেন, ‘একা লড়াই করেই বাংলায় বিরাট সাফল্য নিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের হাজারো আক্রমণ, মন্তব্য সবকিছুর বিরুদ্ধে গিয়েও অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দেখিয়েছে বাঙালি। ‘বন্দে মাতরাম’ এই দুই শব্দের মধ্য দিয়ে স্বাধীনতায় প্রাণ সঞ্চার করা বাঙালি দেখিয়ে দিয়েছে, কিভাবে স্বাধীনতা নিয়ে আসতে হয়’।
Mamata Banerjee fought & won West Bengal polls on her own. Despite all kinds of remarks & attacks, Bengalis showed their willpower. Bengal which gave a new lease of life to freedom struggle with two words – Vande Mataram, has shown what needs to be done for freedom:Maharashtra CM pic.twitter.com/Ydp0ACUXWL
— ANI (@ANI) June 19, 2021
এখানেই শেষ নয় কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের ‘একলা চলো রে’র প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘আঞ্চলিক গর্ব যখন যখন বিপদে পড়েছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অসহায় হয়ে পড়েছে, তখনই বাংলার ‘একলা চলো রে’ নীতি দৃষ্টান্ত তৈরি করেছে। সবরকমের আঘাতের সামনাসামনি হয়েও, বাঙালি কখনই নিজেদের একটা ছেড়ে দেয়নি। একজোট হয়ে তাঁরা দেখিয়ে দিয়েছে- কিভাবে আঞ্চলিক ঐতিহ্য, গর্বকে রক্ষা করতে হয়’।