অ্যাম্বুল্যান্স না মেলায় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় স্ট্রেচারে করে নিয়ে যেতে হল রোগীকে! কাঠগড়ায় NRS

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির থেকে বাঁচতে স্ট্রেচারে কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে রোগীকে। স্ট্রেচার ঠেলার জন্য পেছনে রয়েছেন একজন এবং সামনে দুজন টেনে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোগীকে। তাঁদের মধ্যে একজনের মাথায় আবার ছাতাও রয়েছে। আবার স্ট্রেচারের নীচে রাখা অক্সিজেন সিলিণ্ডারের নল লাগানো রয়েছে রোগীর নাকে। শনিবার সকালে এইভাবে এজেসি বোস রোড ধরে, প্রায় ৩০০ মিটার দূরে চিকিৎসা কেন্দ্রে রোগীকে নিয়ে যাওয়ার এমনই এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকল কলকাতাবাসী।

ঘটনাটি এনআরএস হাসপাতালের (nrs medical college and hospital)। যার ফলে আরও একবার কাঠগড়ায় উঠল এনআরএস হাসপাতালের পরিষেবার বিষয়। বিষয়টা হল- এনআরএস হাসপাতালের পুরুষ মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীকে চিকিৎসার প্রয়োজনে শনিবার সকালে বক্ষ রোগ বিভাগে স্থানান্তরিত করা হয়। এনআরএস হাসপাতালে বর্তমানে করোনা চিকিৎসা হওয়ার কারণে, এই বিষয়ক চিকিৎসার জন্য খুলে দেওয়া হয়েছে মৌলালি-র স্টুডেন্টস্ হেলথ হোম। আর এনআরএস হাসপাতাল থেকে এই হেলথ হোমে রোগীদের নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সও বরাদ্দ করা রয়েছে।

vvcvcvcv

তবে এসব সত্ত্বেও শনিবার সকালে অ্যাম্বুলেন্সের অভাবে রোগীর পরিজনরা স্ট্রেচারে ঠেলেই মৌলালি-র স্টুডেন্টস্ হেলথ হোমে নিয়ে গেল রোগীকে। আর এই দৃশ্য কার্যত ভাইরাল হতেই, কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষকে।

এবিষয়ে অবশ্য হাসপাতাল সূত্রের খবর, রোগীর পরিজনরা তাড়াহুড়ো করে রোগীকে এভাবে নিয়ে গিয়েছিল। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়ার্ডের নাসর্দের থেকেও রিপোর্ট নেওয়া হবে বলে খবর। নির্দিষ্ট বিভাগের জন্য একটি অ্যাম্বুল্যান্সও বরাদ্দ থাকা সত্ত্বেও, কেন এমনটা হল তা খতিয়ে দেখতে শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর