বাংলা হান্ট ডেস্কঃ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা (John Barla) উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করার দাবি করতেই বিজেপি ছাড়ার ঘোষণা করলেন আলিপুরদুয়ার জেলার বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। আগামীকাল সোমবার তিনি শাসক দল তৃণমূলে যোগ দিচ্ছেন। তবে আচমকাই ওনার দল ছাড়া নিয়ে জল্পনা বেড়েছে। তৃণমূলে যোগ দিয়ে বিজেপি ছাড়ার প্রধান কারণ কী সেটা জানাবেন বলে জানিয়েছেন তিনি।
বেশ কয়েকদিন যাবত কলকাতাতেই রয়েছেন তিনি। এদিন তিনি জানান, ‘আগামীকাল সোমবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিচ্ছি।” তিনি এও জানান যে, তিনি একা নন বিজেপির আরও কয়েকজন নেতা ওনার সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে সোমবার। উনি কেন বিজেপি ছাড়ছেন সেই প্রশ্ন করায় গঙ্গাপ্রসাদবাবু বলেন, তৃণমূলে যোগ দিয়েই সেই কথা জানাব।
আরেকদিকে, তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ঘনিষ্ঠ প্রাক্তন বিজেপি নেতা তপন সিনহা। শনিবার গোবরডাঙা টাউনহলে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি তৃণমূলে যোগ দেন। তবে, শুধু তপন সিনহাই না মুকুলবাবুর তালিকায় যে এরকম অনেক বিজেপি নেতাই আছেন, সেটা আগেভাগেই জানিয়েছিল তৃণমূল। এমনকি বিজেপি বহু বিধায়ক ও সাংসদ তৃণমূলে যোগ দিতে ইচ্ছুক বলে জানানো হয়েছিল শাসক দলের পক্ষ থেকে।
উল্লেখ্য, মুকুল রায় বিজেপি ছাড়তেই বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতির পদ থেকে ইস্তফা দেন মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত তপন সিনহা। তিনি সেদিন ইস্তফা দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে, তিনি খুব শীঘ্রই তৃণমূলে যোগ দিচ্ছেন।