সুখবর: ঘরে বসেই ২ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, শুধু ৩০ জুনের আগে করতে হবে এই কাজ

বাংলাহান্ট ডেস্কঃ যুবসম্প্রদায়ের জন্য এক বিশেষ সুখবর এনেছে কেন্দ্র সরকার। এক প্রতিযোগিতার মাধ্যমে আপনি জিতে নিতে পারবেন ২ লক্ষ টাকা পুরস্কার। তবে প্রধানত যুবসমাজের জন্যই থাকছে এই বিশেষ প্রতিযোগিতা। প্রায় প্রতিদিনই এরকম কিছু না কিছু প্রতিযোগিতার আয়োজন করছে সরকার।

প্রতিযোগিতার বিষয় হল শর্ট ফিল্ম (short film)। এমন একটি শর্ট ফিল্ম বানাতে হবে, যেখানে তামাকজাত (tobacco) দ্রব্যের খারাপ দিকটা তুলে ধরতে হবে। অর্থাৎ, সমাজকে তামাকজাত দ্রব্যের কুপ্রভাবের বিষয়ে সচেতন করতে হবে। সরকারের অফিসিয়ালি ট্যুইটার হ্যান্ডেলে সবকিছু বিস্তারিত জানানো হয়েছে।

1606247915 5fbd65ebc55de representational image

শর্ট ফিল্ম তৈরির ক্ষেত্রে মাথায় রাখতে হবে-

  • সিনেমাটি মাত্র সর্বনিম্ন ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের মধ্যে হতে হবে।
  • শর্ট ফিল্মের বিষয় অবশ্যই ‘World No-Tobacco Day 2021’ হতে হবে।
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কর্মচারী এবং তাদের আত্মীয়স্বজন ছাড়া দেশের যেকোন ১৮ ঊর্ধ্ব ব্যাক্তি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

tobacco cigarettes 1500 1280x640 1

  • প্রতিযোগিতা শুরু হচ্ছে ৩০ শে মে ২০২১ থেকে এবং শর্ট ফিল্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে জুন ২০২১ পর্যন্ত।
  • এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার থাকছে ২ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার দেড় লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার থাকছে ১ লক্ষ টাকা। তবে সান্ত্বনা পুরস্কার স্বরূপ ১০ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
Smita Hari

সম্পর্কিত খবর