বাংলাহান্ট ডেস্ক: ফেব্রুয়ারির শেষের দিকে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। স্বামী সইফ আলি খান, বড় ছেলে তৈমুর ও ছোট ছেলেকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। গত মাদার্স ডে তে দুই ছেলের একটি ছবি পোস্ট করলেও ছোট ছেলের মুখ বা নাম কোনোটাই প্রকাশ্যে আনেননি করিনা।
দ্বিতীয় বার মা হওয়ার পর চার মাস কেটে গিয়েছে। প্রথম বারের প্রেগনেন্সি থেকে শিক্ষা নিয়ে এবার নিজের ওজন আয়ত্বে রেখেছিলেন করিনা। এমনকি গর্ভাবস্থাতেও নিয়মিত কাজ করেছেন তিনি। এবার বিশ্ব যোগ দিবসে যোগাসন করার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে একটি লম্বা পোস্ট লিখে করিনা জানিয়েছেন দ্বিতীয় বার মা হওয়ার পরের পরিস্থিতির কথা।
নীল রঙের স্পোর্টস ব্রা ও যোগা প্যান্ট পরে যোগাসন করতে দেখা গিয়েছে করিনাকে। তিনি লিখেছেন, ‘আমার যোগার সফর শুরু হয় যখন আমি টশন ও জব উই মেট ছবির জন্য সাক্ষর করি। এটা অসাধারন ছিল যা আমাকে এখনো সুস্থ ও সবল রেখেছে। এখন দুই বাচ্চার মা হওয়ার পর এবং দ্বিতীয় সন্তান জন্মের চার মাস পর এবার আমি অত্যন্ত ক্লান্ত ও খুব যন্ত্রণার মধ্যে ছিলাম আবার নতুন করে সব শুরু করার জন্য। কিন্তু আজ আমি আবার ধীরে ধীরে যোগায় ফিরছি।’
https://www.instagram.com/p/CQYLCVvpFYn/?utm_medium=copy_link
করিনা আরো লিখেছেন, যোগাসনের সময়টা সম্পূর্ণ তাঁর নিজস্ব। তাছাড়া ধৈর্য্যেই ফল মেলে। তাই সকলকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। এছাড়াও নিজের ইনস্টা স্টোরিতেও একটি ছবি পোস্ট করেছেন করিনা যেখানে সমুদ্র সৈকতে বিকিনি পরে যোগ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এই ছবিটি বেশ পুরনো বলেই বোঝা যাচ্ছে।
বিশ্ব মাতৃ দিবসে নিজের দুই ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করেন করিনা। তৈমুর এখন বড় দাদা। ছোট ভাইকে কোলে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সে। অপরদিকে ছোট্ট নবাব হাত দিয়ে আড়াল করেছে নিজের মুখ। দাদা ভাইয়ের ছবি শেয়ার করে করিনা লেখেন, ‘আজ আশার উপর পুরো জগৎ বেঁচে আছে। আর এই দুজন আমাকে আশা জোগায় একটা সুন্দর ভবিষ্যতের। সব সুন্দর, দৃঢ় মা দের বিশ্ব মাতৃ দিবসের শুভেচ্ছা।’