‘বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখেই পাগল’, সায়নীর মন্তব‍্যে পালটা ‘কন্ডোম দিদি’ বলে কটাক্ষ নেটনাগরিকের

বাংলাহান্ট ডেস্ক: শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি শেয়ার করে সেই যে বিতর্কের সূত্রপাত করেছিলেন সায়নী ঘোষ (saayoni ghosh) তা এখনো শেষ হয়নি। সায়নী তৃণমূলে যোগ দেওয়ায় এবং নির্বাচনে হারার পরেও যুব তৃণমূলের (tmc) সভাপতি পদে আসীন হওয়ায় বিরোধী দল ও নেটিজেনদের একাংশে তীব্র ক্ষোভ প্রকাশ পায়। সম্প্রতি সায়নীর একটি মন্তব‍্যে আবারো নেটজনতার আক্রমণের মুখে পড়তে হল অভিনেত্রীকে।

দেবাংশু ভট্টাচার্য দেব Fam (Debangshu Bhattacharya Dev Fam) নামে একটি ফেসবুক পেজে একটি স্ট‍্যাটাস শেয়ার করা হয় সম্প্রতি। ‘কথা দিলাম দিদি থাকতে বাংলা ভাগ করতে দেব না’ লিখে হ‍্যাশট‍্যাগে লেখা হয় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নাম। সেই সঙ্গে সায়নীকেও ট‍্যাগ করা হয় এই স্ট‍্যাটাসে।

1615334471 sayani ghosh
কমেন্টে সায়নী লেখেন, ‘এদের অবস্থা খুবই শোচনীয়। বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখেই পাগল কেস’। অভিনেত্রীর এই মন্তব‍্যের পরেই উড়ে আসে একের পর এক কুরুচিকর মন্তব‍্য। এমনকি এক ব‍্যক্তি ‘কন্ডোম দিদি’ বলেও কটাক্ষ করেন সায়নীকে। যদিও ওই একটি মন্তব‍্যের পর আর কারোর কোনো ট্রোলেরই উত্তর দেননি সায়নী।

IMG 20210622 175212IMG 20210622 175240
সম্প্রতি মোদী সরকারের উদ্দেশে তোপ দেগে সায়নী অভিযোগ করেন, উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) প্রচার শুরু হলেই সময়ের আগেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে দেশে। টুইটবার্তায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

সায়নী লিখেছেন, ‘নির্বাচনের দিকে চোখ রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতারা জুলাই থেকেই উত্তরপ্রদেশ নির্বাচনের জন‍্য প্রচার শুরু করছেন। অক্টোবরের অনেক আগেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে।’ টুইটবার্তায় এমনটাই লিখেছেন সায়নী।

২০২২ এর মার্চে শেষ হচ্ছে উত্তরপ্রদেশে যোগী আদিত‍্যনাথের সরকারের মেয়াদ। যোগীর সরকারই আবারো ফেরাতে এই নির্বাচনকেই পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। অপরদিকে এইমসের শীর্ষ কর্তা আগেভাগেই সতর্কবার্তা দিয়েছেন করোনার তৃতীয় ঢেউও আগামী ৬-৮ সপ্তাহের মধ‍্যেই আছড়ে পড়তে পারে দেশে। এবার এই দুই বিষয়কে মিলিয়েই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন সায়নী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর