‘কর্মীদের নিরাপত্তা দিতে পারছি না বলেই, তৃণমূলে চলে যাচ্ছে’- স্বীকারোক্তি দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্কঃ ‘কর্মীদের নিরাপত্তা দিতে পারছি না বলেই, তৃণমূলে (tmc) চলে যাচ্ছেন’- বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) এমন মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। যদি রাজ্য সভাপতি হয়েই এমন মন্তব্য করেন, তাহলে সেই পদে থাকার যোগ্যতা কি তাঁর আছে?- এমন প্রশ্নও উঠেছে রাজনৈতিক মহলে।

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে দলবদলের হিড়িক পড়ে গিয়েছিল। তৃণমূল ছেড়ে দলে দলে গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হতেই উল্টো ঘটনা ঘটতে শুরু করে বঙ্গ রাজনীতিতে। দেখা যায়, বিজেপি ছেড়ে এবার তৃণমূলে ফেরার তালিকায় নাম লিখিয়েছেন বহু নেতৃত্ব।

BJP

ভোট পরবর্তীতে গোটা বাংলা জুড়ে যে সন্ত্রাস সৃষ্টি হয়েছিল, তাঁর জেরে তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল পদ্ম শিবির। যার জেরে এখনও হাজার হাজার বিজেপি সমর্থক ঘর ছাড়া রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। তবে ইতিমধ্যেই এনিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেছে গেরুয়া শিবির।

তবে এসবের মধ্যে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। তিনি বলেন, ‘ভোটের ফল খারাপ হওয়ার ফলে, আমাদের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। ভোট-পরবর্তী হিংসার কারণে মনোবল ভেঙ্গেছে কর্মীদের। তবে পুরনো কর্মীরা কিন্তু কখনই বলেনি যে দল ছেড়ে চলে যাব’।

22 Dilip Ghosh new

তিনি আরও বলেন, ‘সরকারের অত্যাচার অনেকেই সহ্য করতে পারছেন না। অনেকেই আমাকে বলেছেন, আর অত্যাচার সহ্য করতে পারছেন না। সরকারের অত্যাচারের ভয়েই অনেকে দল ছাড়তে বাধ্য হচ্ছেন এবং তাঁরা বলেই দল ছাড়ছেন। তবে আমি তো আর জোর করে কাউকে দলে রাখতে পারব না। আমরা নিরাপত্তা দিতে পারছি না বলেই, দল ছেড়ে তৃণমূলে চলে যাচ্ছেন তাঁরা’।

Smita Hari

সম্পর্কিত খবর