বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই রাজ্যকে ‘এক দেশ এক রেশন কার্ড'(one country one ration card) প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। বাংলার অনেক পরিযায়ী শ্রমিক বাইরের দেশে কাজ করে যার জেরে একটি রেশন কার্ড থাকলে যে কোন জায়গা থেকেই রেশন নেওয়ার সুবিধা পাবেন তারা। রাজ্যে এখনও দু’ধরনের রেশন কার্ড চালু রয়েছে। এই প্রক্রিয়ার বাস্তবায়ন করতে জরুরী আধার(Aadhar Card) এবং রেশন কার্ডের(Ration Card) মধ্যে সংযুক্তিকরণ। সেই কথা মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য।
জানানো হয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগের জন্য আর কোনরকম সমস্যা পোহাতে হবে না মানুষকে। প্রয়োজন অনুযায়ী দুয়ারে পৌঁছাবে সরকার। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ(Rathin Ghosh) জানিয়েছেন, ইতিমধ্যেই একটি সংস্থাকে এই দায়িত্ব দিয়েছে নবান্ন। তারা বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে দেবে। জুন মাস থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর(Food Department)।
এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে রথীন ঘোষ বলেন, “আধার কার্ড এবং রেশন কার্ডের সংযুক্তিকরণের কাজে দ্রুততা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণ হয়ে গেলে রাজ্যের যে কোনও প্রান্ত থেকে রাজ্যবাসী রেশন তোলার সুবিধা পাবেন। পাশাপাশি মোবাইলে মেসেজের মাধ্যমে কত পরিমাণ রেশন তোলা হয়েছে তা গ্রাহকরা জানতে পারবেন।”
ইতিমধ্যেই এই বিষয়ে জেলা শাসকদের সঙ্গেও কথা বলেছেন মন্ত্রী এবং সচিব। এখন ১১ নম্বর ফর্ম পূরণ করে রেশন ডিলারদের কাছে বা বাংলা সহায়ক কেন্দ্রে আধার এবং রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ চলছে। তবে আগামী দিনে অনলাইনে খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে গ্রাহকরা নিজেরাও লিঙ্ক করাতে পারবেন। এছাড়া সংস্থার তরফে বাড়ি গিয়ে আধার লিঙ্ক করার কাজও শুরু হবে জুন থেকে।