দু চাকা ছেড়ে চার চাকায় মন, সাড়ে নয় মাসেই গাড়ির স্টিয়ারিং হাতে নিল রাজ-পুত্র ইউভান

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই বাবা রাজ চক্রবর্তীর (raj chakraborty) বাইকে চড়ে কায়দা করতে দেখা গিয়েছিল ছেলে ইউভানকে (yuvaan)। রাজের প্রথম পারিশ্রমিকের টাকায় কেনা বাইকে চেপে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছিল ছোট্ট ইউভান। বাবার আশা ছিল বড় হয়ে নিশ্চয়ই এই বাইকে চড়তে চাইবে ছেলে। কিন্তু রাজের সেই আশাকেও ছাপিয়ে গেল ইউভান।

বাইক ছেড়ে তার নজর এবার চারচাকায়। দু চাকা ছেড়ে এবার গাড়ি চালাতে শিখছে ইউভান। তাও আবার মাত্র সাড়ে নয় বছর বয়সে‌। বাবার কোলে কখনো বসে, কখনো দাঁড়িয়ে আবার কখনো খানিক লাফিয়ে গাড়ি চালানো শিখছে ছোট্ট ইউভান। কিন্তু এর মাঝেও গাড়ির স্টিয়ারিং কিন্তু হাতের থেকে ছাড়েনি সে। ইউভানকে দেখে রাজের মুখের হাসি থামছে না।

IMG 20210624 162629
ছেলের কাণ্ডকারখানার ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট ছেলে এখন দু চাকা ছেড়ে চার চাকায় পৌঁছে গিয়েছে। সাড়ে নয় মাসে গাড়ি চালাতে শিখছে’। ইউভান ও রাজের কিছু মিষ্টি ছবি উঠে এসেছে শুভশ্রী গাঙ্গুলীর ইনস্টা হ‍্যান্ডেলেও। নেটিজেনরা আদরে ভরিয়ে দিয়েছে ছোট্ট ইউভানকে।

https://www.instagram.com/p/CQfQFbCJIH5/?utm_medium=copy_link

কিছুদিন আগে বাবার বাইকে চেপে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছিল ছোট্ট ইউভান। পাশে দাঁড়িয়ে এক হাত দিয়ে ছেলেকে ধরে রেখেছিলেন রাজ। নীল জামা ও সাদা প‍্যান্ট পরে মিষ্টি লাগছিল ইউভানকে‌। খুদেকে তখন দেখে কে বলবে তার বয়স মাত্র আট মাস।

https://www.instagram.com/p/CQfgoTKgkua/?utm_medium=copy_link

ছবিগুলি শেয়ার করে রাজ লিখেছিলন, ‘আমার প্রথম বাইক পালসার ১৫০। ২০০৩ সালে আমার প্রথম পারিশ্রমিক দিয়ে এই বাইকটা কিনেছিলাম, যেটা আমার ছেলে এখন চড়তে চাইছে। আমি নিশ্চিত ও যখন বড় হবে তখন এই বাইকটা চালাতে চাইবে। আমি সেই দিনের জন‍্য এটা রেখে দেব।’

সম্প্রতি ইউভানের আধো আধো বুলিতে বাবা ডাক শুনেছেন রাজ। একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে ছেলেকে কাঁধে বসিয়ে নাচাচ্ছেন তিনি। বাবার কাঁধে চেপে খুব খুশি ইউভান। নাচতে নাচতে বাবা বাবা বলে ডাকতেও শোনা গিয়েছে সে। এদিকে ছেলের নাচের চোটে হিমশিম অবস্থা রাজের। কিন্তু ইউভানের মুখে বাবা ডাক শুনে স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর