প্রিয়াঙ্কা নয়, সন্দীপ্তাই ‘প্রিয়’ রাহুলের! অভিনেত্রীকে ‘ঘরভাঙানি’ বলে কটাক্ষ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: প্রিয়াঙ্কা সরকার (priyanka sarkar), সন্দীপ্তা সেন (sandipta sen) এবং রুক্মা রায়, এই তিন নায়িকার একজন নায়ককে নিয়ে অনেকদিন ধরেই ফিসফাস গুঞ্জন টলিপাড়ায়। বুঝে গিয়েছেন নিশ্চয়ই কোন নায়কের কথা বলা হচ্ছে। তিনি রাহুল অরুণোদয় ব‍ন্দ‍্যোপাধ‍্যায় (rahul banerjee)। বড়পর্দায় সফর শুরু প্রিয়াঙ্কা সঙ্গে। তাঁর সঙ্গেই বিয়ে ও কয়েক বছরের সংসার। কিন্তু তারপর সন্দীপ্তার সঙ্গে একটি সিরিয়ালে অভিনয় করতে গিয়েই মনোমালিন‍্য শুরু প্রিয়াঙ্কার সঙ্গে।

গুঞ্জন ওঠে সন্দীপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাহুল। যদিও দুজনে প্রতিবারেই এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তাঁরা শুধুই ভাল বন্ধু। কিন্তু নেটজনতার কৌতূহলের অন্ত ছিল না শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন রাহুল? সম্প্রতি সন্দীপ্তার সঙ্গেই একটি পুরনো ছবি শেয়ার করায় কৌতূহলের আগুনে ঘি পড়েছে। ছবিটি শেয়ার করে রাহুল লিখেছেন, ‘প্রিয়’। তাও আবার একবার না, দু দুবার একই পোস্ট শেয়ার করেছেন অভিনেতা।

1606424600 5fc01818a0d5c rahul banerjee and sandipta sen
নেটিজেনদের প্রশ্ন, এই ভাবেই গুঞ্জনে শিলমোহর দিলেন রাহুল? অভিনেতা নিজে এই ব‍্যাপারে আর কিছু না বললেও কমেন্ট বক্সে সন্দীপ্তাকে তুলোধনা শুরু করেছেন নেটিজেনদের একাংশ। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘প্রিয়াঙ্কার সঙ্গে ছবি দেওয়ায় সন্দীপ্তা ঘরভাঙানি বুঝি ঝগড়া করছিল তাই ওর সঙ্গে আবার ছবি পোস্ট করা।’ অনেকেই দাবি করেছেন সন্দীপ্তা নয়, বরং প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি মানায় রাহুলকে। এছাড়া দেশের মাটির রাজা মাম্পি জুটিও তাদের প্রিয়।

https://www.instagram.com/p/CQeSw7DhwEb/?utm_medium=copy_link

IMG 20210625 195848IMG 20210625 195910
তবে দেশের মাটির অনুরাগীদেরও নিরাশ করেননি রাহুল। মাম্পি ওরফে রুক্মার সঙ্গে সিরিয়ালের একটি দৃশ‍্যের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে ক‍্যাপশন, ‘একবার যে বন্ধু হয় সে সবসময় বন্ধু থাকে।’এর আগেও অভিনেতা সাফ জানিয়ে দিয়েছিলেন, রুক্মা তাঁর তুলনায় অনেকটাই ছোট। তাঁর অভিনয়ের খুব প্রশংসা করেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর