দেবাঞ্জন কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তিনদিন পর নিলেন বড় সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসার পর থেকেই মহা বিপদে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। দলের একাধিক মন্ত্রি-বিধায়ক-সাংসদের সঙ্গে দেবাঞ্জনের (Debanjan Deb) ছবি আর তাঁর টুইটার অ্যাকাউন্টে তৃণমূলের হয়ে একের পর এক পোস্ট ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। দেবাঞ্জনকে ইস্যু করেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এমনকি তাঁরা এই ইস্যুতে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে। এছাড়াও এই কাণ্ডে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এবার দেবাঞ্জন কাণ্ড থেকে নিজেদের দায় ঝাড়তে কড়া নির্দেশ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজেকে আইএস অফিসার বলে পরিচয় দেওয়া দেবাঞ্জন ভুয়ো টিকাকেন্দ্র চালিয়ে শিরোনামে আসার পর মানুষের সুরক্ষা এবং তৃণমূলের নেতাদের নিয়ে প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করার নির্দেশ জারি করেছেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্রর সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। ভুয়ো টিকাকাণ্ডের মূল পাণ্ডা দেবাঞ্জন যাতে কোনোভাবেই রেহাই না পায়, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতার একাধিক থানায় ভুয়ো আইএস অফিসার দেবাঞ্জনের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। মামলার তদন্তের জন্য স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমও গঠন করা হবে বলে জানা যাচ্ছে।

তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক এবং সাংসদের সঙ্গে দেবাঞ্জনের ছবি ভাইরাল হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দলকে কাঠগড়ায় তুলে বলেন, ‘শাসক দলের ছত্রচ্ছায়ায় থেকেই এই জালিয়াতি, চিটিংবাজি ব্যবসা চালিয়ে মানুষকে বিপদের মুখে ফেলেছে দেবাঞ্জন।” পুলিশ সুত্র অনুযায়ী, দেবাঞ্জন দেব কলকাতা কর্পোরেশনের নামে একটি বেসরকারি ব্যাঙ্কে দু’দুটি ভুয়ো অ্যাকাউন্টও খুলে নিয়েছিল। তাঁর এই কাজের ফলে এবার পুরসভা আর ওই বেসরকারি ব্যাঙ্ককে নিয়েও টানাটানি শুরু হতে পারে।

Koushik Dutta

সম্পর্কিত খবর