বাংলাহান্ট ডেস্কঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে, শনিবার রিকশা (rickshaw) টেনে অভিনব ভঙ্গিতে প্রতিবাদ জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (madan mitra)। রিকশায় এক রিকশাওয়ালাকে বসিয়ে, কাঁধে গামছা ঝুলিয়ে, মুখে ‘আমি যে রিকশাওয়ালা…’ গান গেয়েই প্রতিবাদ জানালেন তিনি।
সম্প্রতি সময়ে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। দিনে দিনে যেন বিদ্যুতের গতিতে বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। বর্তমান সময়ে কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। একে করোনা আবহ, তারউপর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে নিত্যযাত্রীদের অবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে।
নিত্যপণ্য এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার দুপুরে ভবানীপুর এলাকায় মদন মিত্রের নেতৃত্বে এক বিশেষ কর্মসূচির আয়োজন করে তৃণমূল। মদন মিত্রের কথায়, ‘বর্তমান সময়ে যখন পেট্রোল- ডিজেল কিনতে গিয়ে মানুষের হাত পুড়ে যাচ্ছে, সেই সময় রিকশাচালকরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন’।
এদিন দুই রিকশাচালকের হাতে নতুন দুটি টানারিকশা তুলে দিয়ে তাঁদের নতুন ফতুয়া, গামছাও উপহার দেন মদন মিত্র। এরপর তাঁদের দুজনকে দুই রিকশায় বসিয়ে একটি টেনে নিয়ে যান মদন মিত্র এবং অন্যটি তাঁর সমর্থকরা টেনে নিয়ে যান। কাঁধে গামছা নিয়ে, রিকশা টানতে টানতেই তিনি গান ধরেন, ‘আমি যে রিকশাওয়ালা…’।
মদন মিত্র বলেন, এই খারাপ সময়ে গরীব মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের জন্য কিছু করতে পেরে, নিজেকে ধন্য মনে করছি’। পাশাপাশি এদিন ১ টাকায় পাঁচ কেজি করে সবজি দেওয়া হয় স্থানীয়দের। সঙ্গে গণ পরিবহণ বন্ধ থাকায় মেয়েদের হাতে সাইকেলও তুলে দেওয়া হয়।