বাংলাহান্ট ডেস্ক: আমির খান (aamir khan) ও অলকা ইয়াগনিক (alka yagnik), দুটো নামই বলিউডে অত্যন্ত পরিচিত। একজন প্রথম সারির জনপ্রিয় অভিনেতা ও অপরজন প্রখ্যাত গায়িকা। আমির ও অলকার পরিচিতি আজকের নয়। অভিনেতার প্রথম হিট ছবি ‘কেয়ামত সে কেয়ামত তক’এ গান গেয়েছিলেন অলকা। কিন্তু তখন তিনি নবাগত আমিরকে চিনতেন না। আর তাতেই ঘটেছিল বিপত্তি।
বলিউডে আমির ‘হোলি’ ছবির মারফতে পা রাখলেও তিনি পরিচিতি পান কেয়ামত সে কেয়ামত তক ছবির জন্যই। এই ছবির সুপারহিট গান ‘গজব কা হ্যায় দিন’ গেয়েছিলেন অলকা। এই গান রেকর্ডিংয়ের সময়েই ঘটেছিল এক বিষ্ফোরক ঘটনা। আমিরকে স্টুডিও থেকে বের করে দিয়েছিলেন গায়িকা।
সেই সময় আমির ছিলেন নবাগত অভিনেতা। স্টুডিওতে তাঁকে বসে থাকতে দেখে তাই অলকা প্রথমে পাত্তা দেননি। কিন্তু অলকা গান গাওয়ার সময় আমির একদৃষ্টে দেখে যেতে থাকেন তাঁকে। এতে অস্বস্তি হতে থাকে গায়িকার এবং গান থেকে মনোযোগ সরে যেতে থাকে। অত্যন্ত বিরক্ত হয়ে যান অলকা এবং আমিরকে বলেন স্টুডিও থেকে বেরিয়ে যেতে। আমির তাঁর নির্দেশ মতো চুপচাপ বেরিয়েও যান।
কিন্তু এর কিছু সময় পরেই ভুল ভেঙে যায় অলকা ইয়াগনিকের যখন ছবির পরিচালক মনসুর খান আমিরকে সঙ্গে নিয়ে স্টুডিওতে ঢোকেন এবং অলকার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। গায়িকা তখন জানতে পারেন আমিরই ওই ছবির নায়ক। পরে একটি শো তে এই ঘটনা নিয়ে বলার সময় অলকা জানান, এখনো যখনি আমিরের সঙ্গে তাঁর দেখা হয় অভিনেতা তাঁকে ওই ঘটনা মনে করিয়ে দিয়ে তাঁর সঙ্গে রসিকতা করতে থাকেন।
প্রসঙ্গত, ১৯৮০ থেকে ১৯৯০ এর মধ্যে বলিউডে অলকা ইয়াগনিকের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। উদিত নারায়ণ, কুমার শানুর মতো জনপ্রিয় গায়কদের সঙ্গে বহু সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। অপরদিক আমির খান তখন সবে সবে শুরু করছেন তাঁর অভিনয়ের কেরিয়ার। একেবারেই নতুন মুখ তখন তিনি ইন্ডাস্ট্রিতে। কেয়ামত সে কেয়ামত তক ছবিই ব্রেক দিয়েছিল আমিরকে।