বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপল চাইতে গিয়ে বিপর্যয় মোকাবিলা আধিকারিককে পেটানোর অভিযোগ উঠল দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও, আমাদের পক্ষে সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। প্রাপ্ত খবর অনুযায়ী, শুক্রবার সকালে হগলির বলাগড়ে ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিকের কাছে ত্রিপল চাইতে যান স্থানীয় বন এবং ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদার।
সেই সময় বিপর্যয় মোকাবিলা আধিকারিক সুমন্ত দে তাঁদের জানান যে, সবুজ দ্বীপে যাচ্ছেন তিনি, সেখানে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন আসছেন। সুমন্তবাবু তৃণমূলের ওই দুই নেতাকে বিকেলে আসতে বলেন। এরপর সবুজ দ্বীপে কাজ মিটিয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ সুমন্তবাবু অফিসে ফিরে আসেন। সেখানে তৃণমূলের দুই কর্মাধ্যক্ষও আসেন। এরপরই তাঁরা বচসায় জড়িয়ে পড়েন।
সুমন্তবাবু অভিযোগ করে বলেন যে, কর্মাধ্যক্ষরা ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তাঁকে মারধোরও করেছেন। আধিকারিককে মারধোরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নিগৃহীত হয়ে বলাগড় থানায় দুই কর্মাধ্যক্ষ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুমন্তবাবু।
এই বিষয়ে হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, ‘ঘটনাটির খবর পেয়েছি। কেউ আইনের উর্দ্ধে নয়। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।” ঘটনার খবর জানাজানি হতেই হুগলি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, এটাই তৃণমূলের আসল সংস্কৃতি। ওঁরা এটাই ভালো পারে, এতে নতুন কিছু নেই। শেষ পাওয়া খবর অবধি, তৃণমূলে ওই দুই নেতার মধ্যে এখনও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।