জম্মু বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা, আহত ২

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আচমকাই এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জম্মু বিমানবন্দর (Jammu Airport)। ভারতীয় বায়ুসেনা পরিচালিত জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল এলাকা থেকে শনিবার রাত ২ টি নাগাদ এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।

ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের একটি দল। তদন্তকারীরা বিস্ফোরণের কারণ জানা চেষ্টা করছেন। তবে এই ঘটনায় কেউ নিহত না হলেও, আহত হয়েছেন ২ জন- এমনটা জানা গিয়েছে।

আবার, রবিবার সাত সকালে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু বিমানবন্দরের সাতওয়াড়ি এয়ারফোর্স স্টেশনের টেকনিক্যাল স্পেস থেকে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল, যার কারণে বিস্ফোরণ স্থলের এক কিলোমিটার দূর থেকেও আওয়াজ স্পষ্ট শোনা গিয়েছিল।

জানা গিয়েছে, মোট দুটি অংশ রয়েছে জম্মু বিমানবন্দরের। একটি ভাগ সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় এবং অন্যটি ভারতীয় বায়ুসেনার জন্য রয়েছে। আর বিস্ফোরণ ভারতীয় বায়ুসেনার বিভাগেই হয়েছে। তবে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর, ৫ কেজি আইইডি বিস্ফোরকসহ নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে বিস্ফোরণের কোন যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

X