বাংলাহান্ট ডেস্কঃ ‘খেলা হবে’র পর এবার ‘বাংলার যুবরাজ অভিষেক’ (banglar yuvaraj abhishek)-এ মেতেছে তৃণমূল (tmc) শিবির। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার ক্ষমতায় আবারও ফেরার পর এবার লক্ষ্য সর্বভারতীয় মাধ্যমে আত্মপ্রকাশ। আর সেই লক্ষ্যেই অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদককে সামনে রেখেই এক নতুন গান নিয়ে এল সবুজ শিবির।
বাদল পালের লেখা এবং কেশব দের কন্ঠে এই গান এখন সমস্ত অনলাইন প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। কলার টিউন, রিংটোন-র মাধ্যমে এই গান পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বাংলার প্রতিটি মানুষের কাছে। ৪ মিনিট ১০ সেকেন্ডের এই গানের ভিডিও-র মাধ্যমেই এখন তৃণমূল ছাত্র-যুব সংগঠনকে দলের প্রতি আকর্ষণ করতে বদ্ধ পরিকর দল।
ইতিমধ্যেই এই গান বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে বেশ ভাইরালও হয়ে উঠেছে এই গান। এপ্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, ‘সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই গানটা রিলিজ করে গিয়েছে। রিংটোন, কলার টিউনও করা যাবে এই গান। অভিষেক বন্দোপাধ্যায় ইতিমধ্যেই যুব শক্তিকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন। ভোটের সময় তাঁর লড়াইয়ের পদ্ধতি সকলকে উদ্ধুদ্ধ করেছে’।