বাংলা হান্ট ডেস্কঃ কয়েক বছর আগেই উন্নাওয়ের ধর্ষণ মামলায় নাম জড়িয়েছিল বিজেপি বিধায়ক কুলদীপ সিং সিঙ্গারের। আপাতত সেই অপরাধে আজীবন জেলের ঘানি টানতে হচ্ছে তাকে। এবার ফের একবার ধর্ষণ মামলার অভিযোগে অভিযুক্ত হলেন দুই রাজনৈতিক কর্মী। ঘটনাটি ঘটেছে কেরালার ভাটাকারা শহরে।
পুলিশ সূত্রে খবর অনুযায়ী, সিপিএমের মুলিয়েরি পূর্ব শাখার সেক্রেটারি পিপি ভুজরাজ এবং ডিওয়াইএফআই পাথিইয়ারাক্কার সেক্রেটারি টি পি লিজেশের বিরুদ্ধে শনিবার ধর্ষণ এবং ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ করেছেন দলেরই এক মহিলা কর্মী। আর সেই অভিযোগেই আপাতত তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর অবশ্য বড় সিদ্ধান্ত নিয়েছে দল, ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ওই দুই রাজনৈতিক নেতাকে।
অভিযোগকারিণীর দাবি, তিন মাস আগে একদিন ভুজরাজ হঠাৎই তার বাড়ি আসে এবং তাকে ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর শেষ কয়েক মাস ধরে বারবার ব্ল্যাকমেল করে চলতেই থাকে ধর্ষণ। প্রথমে এই ঘটনায় যুক্ত না থাকলেও পরে ঘটনায় যোগ দেন লিজেশও। আপাতত তাদের বিরুদ্ধে আইপিসি সেকশন ৩৭৬, ৩৭৬(২), ৩৫৪(এ) ও ১০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
https://twitter.com/themallutweets/status/1409044355109711872
প্রসঙ্গত উল্লেখ্য, সিপিএম নেতাদের বিরুদ্ধে মহিলা হেনস্থার অভিযোগ উঠেছে আগেও। ২০১৬ সালে রাইসউদ্দিন মোল্লা নামক এক সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল গৃহহীন মহিলাকে ধর্ষণ করেছেন তিনি। এর জেরে তাকে গ্রেফতার করা হয়। ওই বছরই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন হলদিয়ার জোনাল কমিটির সেক্রেটারি শ্যামল মাইতিও। এবার ফের একবার ধর্ষণের ঘটনায় নাম জড়ানো সিপিএমের। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করেছে দল এবং এ ধরনের ঘটনায় হয়তো এটাই বাঞ্ছনীয়।