গোষ্ঠী সংঘর্ষে উত্তাল দক্ষিণ কলকাতার একবালপুর, দফায় দফায় চলল গোলাগুলি! গ্রেফতার দুই

বাংলা হান্ট ডেস্কঃ এলাকা দখল করা নিয়ে উত্তপ্ত হল দক্ষিণ কলকাতার একবালপুর (Ekbalpur)। দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে এলাকায়। গুলি চলার পর কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। দুই গোষ্ঠীর তাণ্ডবে আতঙ্কে এলাকাবাসী।

শনিবার রাত থেকে একবালপুরের ডক্টর সুধীর বসু রোড উত্তপ্ত হয়ে ওঠে। এলাকার দখল নিজেদের হাতে রাখা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ইমরান আর ইডলি বিকির গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষে ঘুম উড়েছে এলাকাবাসীর। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

দুই গোষ্ঠীর এই সংঘর্ষে তিন রাউন্ড গুলিও চলেছে। ঘটনার খবর পেতেই একবালপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। লালবাজার থেকেও বাড়তি বাহিনী যায় সেখানে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পর এলাকায় কিছুটা হলেও উত্তেজনা নিয়ন্ত্রণে এসেছে।

তানভির আর ইডলি বিকিকে এই ঘটনার গ্রেফতার করা হয়েছে। যদিও দুই গ্যাংস্টারের গ্রেফতারির পরেও এলাকার মানুষের আতঙ্ক কমছে না। তাঁদের বক্তব্য, এটা নতুন কিছু নয় এর আগেই দুই গোষ্ঠীর মধ্যে বহুবার সংঘর্ষ বেঁধেছে। তাই তাঁরা এর স্থায়ী সমাধান চায়।

উল্লেখ্য, কিছুদিন আগে বেহালাতেও একই রকম উত্তেজনা দেখা দিয়েছিল। সেখানেও একাধিক রাউন্ড গুলি চলেছিল। কলকাতায় বারবার এরকম গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর